আইপিএল ক্রিকেটের দ্বিতীয় দফার ক্রীড়াসূচি
নিজস্ব প্রতিনিধি— একটা সময় শোনা গিয়েছিল, লোকসভা নির্বাচনের জন্য আইপিএল ক্রিকেটে বেশকিছু খেলা বিেশের মাটিতে চলে যেতে পারে৷ কিন্ত্ত বোর্ড কর্মকর্তারা প্রথম থেকেই বলে আসছিলেন, বিদেশে হয়তা খেলা হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ তাঁরা চেষ্টা করবেন আইপিএল ক্রিকেটের সব খেলা ভারতের মাটিতেই হোক৷ আর সেই কারণেই সব খেলাই ভারতের মাটিতেই হচ্ছে বলে দ্বিতীয় দফার ক্রীড়াসূচি ঘোষণা করা হয়ে গিয়েছে৷ আইপিএল ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের মাঠে আগামী ২৬ মে৷ গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোনও বড় ম্যাচ হচ্ছে না৷ তবে ওই স্টেডিয়ামে ২১ ও ২২ মে বাছাইপর্বের একটি খেলা ও এলিমিনেটেড খেলা রয়েছে৷ বাছাই পর্বের প্রথম ম্যাচটি হবে চেন্নাইতে ২৪ মে৷ আর বাছাই পর্বের দ্বিতীয় খেলাটি হবে ২৪ মে৷ লোকসভা নির্বাচনের জন্য বিসিসিআই প্রথমে ১৭টি ম্যাচের ক্রীড়াসূচি প্রকাশ করেছিল৷ প্রথম পর্বের শেষ ম্যাচ ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে৷ খেলবে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটানস৷ খেলা হবে লখনউতে৷ এই ম্যাচটি হওয়ার কথা ছিল ১ এপ্রিল৷ দ্বিতীয় পর্বের পরের দিন থেকে খেলা শুরু হয়ে যাবে৷ ৮ এপ্রিল চেন্নাই খেলবে কেকেআরের সঙ্গে ঘরের মাঠে৷
এদিকে আইপিএলে ১০টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে৷ দুই গ্রুপে ছিল পাঁচটি করে দল৷ নিয়ম করা হয়েছিল, প্রত্যেকটি দল নিজেদের গ্রুপে বাকি চারদলের সঙ্গে দু’বার করে মোট চারটি ম্যাচ খেলবে৷ অন্য গ্রুপে একটি দলের সঙ্গে দু’বার ম্যাচ খেলবে, যা নির্ধারিত হবে ড্রয়ের মারফত৷ সবমিলিয়ে গ্রুপ পর্বের ১৪টি করে ম্যাচ খেলবে ম্যাচ খেলবে প্রত্যেকটি দল৷ ১৫ দিনের মধ্যে কেকেআর কলকাতায় বেশ কয়েকটি ম্যাচ খেলছে৷ কলকাতা প্রথম ম্যাচ খেলবে লখনউয়ের বিরুদ্ধে ১৪ এপ্রিল৷ ওই দিন আবার বাংলা নববর্ষ৷
দ্বিতীয় ম্যাচ খেলবে কেকেআর ইডেন উদ্যানে ১৭ এপ্রিল৷ তাদের বিপক্ষে রয়েছে রাজস্থান৷ ২১ এপ্রিল কলকাতা দল মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে৷ পাঞ্জাবের সঙ্গে কলকাতার খেলা ২৬ এপ্রিল৷ আর দিল্লির সঙ্গে কলকাতা খেলবে ঘরের মাঠে ২৯ এপ্রিল৷ এ বাদে কলকাতা নাইটরাইডার্সের খেলা রয়েছে ৮ এপ্রিল চেন্নাইয়ের সঙ্গে৷ ৩ মে মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতা খেলবে৷ লখনউতে ৫ মে কলকাতাকে খেলতে হবে লখনউয়ের বিরুদ্ধে৷ ১৩ মে কলকাতা বনাম গুজরাতের ম্যাচ অনুষ্ঠিত হবে আর গ্রুপের শেষ ম্যাচে কলকাতা মুখোমুখি হবে রাজস্থানের বিপক্ষে৷ খেলা হবে ১৯ মে গুয়াহাটিতে৷