• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

বাংলার খেলোয়াড়দের রমরমা দলীপ ট্রফিতে ভারতীয় ‘বি’ দলে

দু’টি সফরে ভারতীয় দলে অনেকেই জায়গা পেতে পারেন দলীপ ট্রফি খেলা খেলোয়াড়রা

দলীপ ট্রফি ক্রিকেটে ভারতীয় ‘বি’ দলে বাংলার ছেলেদের রমরমা। ভারতীয় ‘বি’ দলের বোলিং কোচ হলেন বাংলার সৌরাশিস লাহিড়ি। আর দলকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ। আর এই টিমের হয়ে খেলবেন উইকেটরক্ষক ঋষভ পন্থরা। দলের কোচ হয়েছেন সীতাংশু কোটাক। দলের বোলিং কোচের দায়িত্ব পাওয়ার পরে সৌরাশিস বলেছেন, বোলারদের ঠিকমতো অনুশীলনের মধ্য দিয়ে তৈরি করতে পারলে ভালো ফলাফলের দিকে আমরা বড় পদক্ষের রাখব। দলীপ ট্রফিতে ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক হয়েছেন শুভমন গিল।‘বি’ দলের হয়ে যেমন অভিমন্যু ঈশ্বরণ নেতৃত্ব দেবেন, আবার ‘সি’ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ঋতুরাজ গায়কোগাড়। আর ‘ডি’ দলের শ্রেয়স আইয়ারকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ঋষভ যেমন ‘বি’ দলে রয়েছেন, তেমনই এই দলে দেখতে পাওয়া যাবে যশস্বী জয়সওয়াল ও রবীন্দ্র জাদেজার মতো খেলোয়াড়দের। ভারতীয় ‘এ’ দলে খেলবেন লোকেশ রাহুল ও কুলদীপ যাদবরা। ভারতীয় ‘সি’ দলে বাংলা থেকে জায়গা পেয়েছেন অভিষেক পোড়েল।

মাস খানেক বাদেই বাংলাদেশের বিরুদ্ধে খেলার জন্য ভারতীয় দল যাবে। তারপরে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ। এই দু’টি সফরে ভারতীয় দলে অনেকেই জায়গা পেতে পারেন দলীপ ট্রফি খেলা খেলোয়াড়রা। অনেকেই লাল বলে দীর্ঘদিন ক্রিকেট খেলেননি। তাই টেস্টের আগে যাতে প্রস্তুতি নিয়ে কোনওরকম অসুবিধে না হয়, সেই লক্ষ্যে ক্রিকেটারদের বিভিন্ন দলে রাখা হয়েছে। অবশ্য দলীপ ট্রফিতে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও নির্ভরযোগ্য ক্রিকেটার বিরাট কোহলিকে খেলতে দেখা যাবে না। তাঁরা খেলবেন কিনা, এ নিয়ে সন্দেহ প্রকাশ করা যাচ্ছে। স্বাভাবিকভাবে বেশকিছু নামি ক্রিকেটারকে দেখতে পাওয়া যাবে দলীপ ট্রফিতে। সেই কারণে দর্শকরাও অপেক্ষায় থাকবেন তাঁদের খেলা দেখার জন্য।