শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় সেকেন্ড ক্যাম্পাসে রঞ্জি ট্রফি ক্রিকেটে মুখোমুখি হওয়ার কথা বাংলার সঙ্গে শক্তিশালী কেরল দলের। গত দু’দিন ধরে যেভাবে অঝরে বৃষ্টি হয়েছে তাতে মাঠ খেলার মতো তৈরি হবে কিনা তা নিয়েও সমস্যা রয়েছে। সিএবি’র পক্ষ থেকে জানানো হয়েছিল, সারা মাঠ ঢেকে রাখা হয়েছে।
কিন্তু ঢেকে রাখলেও বৃষ্টির এই জল মাঠকে অবশ্যই ভিজিয়ে রাখবে। সেই কারণেই প্রথম দিনের ম্যাচ নিয়ে সমস্যা রয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে বিহারের বিরুদ্ধে কল্যাণী মাঠে বাংলা দল খেলতে পারেনি একদিনও। বৃষ্টির জন্যে মাঠ তৈরি করা সম্ভব হয়নি সিএবি’র। এমন ঘটনা কি আবার যাদবপুরের মাঠে ঘটতে চলেছে।