স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বাংলা আটকে গেল। ছত্তিশগড়ের নারায়ণপুর রামকৃষ্ণ মিশন আশ্রম মাঠে বাংলা দল হরিয়ানার মুখোমুখি হয়। গতকালের সেই ম্যাচে বাংলা দল হরিয়ানার সাথে ২-২ গোলে খেলা শেষ করে। খেলার ৩৩ মিনিটে হরিয়ানা আন্নির গোলে এগিয়ে যায়। হরিয়ানার অধিনায়ক ও লেফ্ট উইং বাংলার ডানপ্রান্ত বরাবর দৌড়ে গোলবক্সে যে পাস বাড়ায়, তা থেকে আন্নি ফাঁকায় গোল করে যায়। বিরতিতে বাংলা দল একশূন্য গোলেই পিছিয়ে থাকে। বিরতির পর গোলশোধে বাংলা দল তেড়ে ফুঁড়ে খেলতে শুরু করে। বাংলা দল বামপ্রান্ত থেকে প্রতি আক্রমণের খেলা শুরু করে।
মোমিন গোলদার ও ইরফান সর্দারের যুগলবন্দিতে হরিয়ানার রক্ষণ ধন্দে পড়ে যায়। প্রায় একই বামপ্রান্তিক প্রতি আক্রমণ থেকে প্রথমে ৫০ মিনিটে শান্তনু নস্কর গোলশোধ করে বাংলা দলকে খেলায় ফেরায়। এবং ৫৯ মিনিটে ইরফান সর্দার একক প্রয়াসে ২৫ গজ দৌড়ে ও গোলকিপারকে কাটিয়ে গোল করে দেয়। ২-১ গোলে এগিয়ে গিয়েও বাংলা দল তাদের লিড ধরে রাখতে পারেনি। ৭২মিনিটে হরিয়ানা কর্নার থেকে গোল শোধ করে দেয়। খেলা ২-২ হওয়ার পর বাংলা দল গোল করার আর তেমন সুযোগ তৈরি করতে পারেনি। বরং হরিয়ানা দলের গোল করার উপক্রম থেকে বাংলার গোলকিপার জুলফিকার গাজি দলকে রক্ষা করে। বাংলা দলের রক্ষণভাগ এদিন মোটেই ভালো খেলতে পারেনি। সকাল সাড়ে সাতটার ম্যাচ খেলার মধ্যে প্রতিকূলতা তৈরি হয়।
Advertisement
গ্রুপে বাংলা অপর দুই প্রতিপক্ষ যথাক্রমে মধ্যপ্রদেশ ও নাগাল্যান্ড। গ্রুপের শীর্ষে থাকা দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবেন।
Advertisement
Advertisement



