• facebook
  • twitter
Friday, 8 November, 2024

রঞ্জি ট্রফিতে বাংলা এগিয়ে

সুরজসিন্ধু জয়সওয়াল তিন উইকেট পেয়েছেন ৬৫ রান দিয়ে। আর দু’টি উইকেট পেয়েছেন ঋষভ বিবেক ৪৬ রানের বিনিময়ে। বাংলা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১২৭ রান করেছে।

লক্ষ্মীরতন শুক্লের সঙ্গে অনুষ্টুপ মজুমদার। —ফাইল চিত্র।

রঞ্জি ট্রফি ক্রিকেটে শুক্রবার কর্নাটকের বিরুদ্ধে বাংলা ভালো জায়গায় পৌঁছে গিয়েছে। বাংলার কাছে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা প্রথম ইনিংসে ৩০১ রান করে সবাই আউট হয়ে যান। এর জবাবে কর্নাটক খেলতে নেমে ১২১ রানে প্রথম ইনিংস শেষ করে। বাংলা প্রথম ইনিংসে কর্নাটকের থেকে ৮০ রানে এগিয়ে রয়েছে। কর্নাটককে কম রানের মধ্যে আটকে দেওয়ার জন্য বাংলার বোলার ঈশান পোড়েল দুরন্ত ভূমিকা নেন। ঈশান ৫৪ রান দিয়ে চারটি উইকেট দখল করে নেন।

এবাদে সুরজসিন্ধু জয়সওয়াল তিন উইকেট পেয়েছেন ৬৫ রান দিয়ে। আর দু’টি উইকেট পেয়েছেন ঋষভ বিবেক ৪৬ রানের বিনিময়ে। বাংলা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১২৭ রান করেছে। অর্থাৎ এই মুহূর্তে বাংলা ২০৭ রানে এগিয়ে রয়েছে। বাংলার হয়ে সুদীপ চ্যাটার্জি ৪৮ ও শুভম দে ৩০ রান করে স্কোরবোর্ডকে উজ্জ্বল করেছেন। উইকেটে নটআউট রয়েছেন সুদীপকুমার ঘরামি ২৫ রানে আর শাহবাজ আহমেদ ১২ রানে। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা চাইছেন শনিবার তাড়াতাড়ি বড় অঙ্কের রান করে কর্নাটককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে।