উত্তরাখণ্ডে অনুষ্ঠিত ৩৮তম জাতীয় গেমসে পদক তালিকায় বাংলা এবার বেশ কয়েক ধাপ এগিয়ে এল। বাংলা ১৬টি সোনা, ১৩টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ পদক পেয়েছে। অর্থাৎ মোট ৪৭টি পদক এসেছে বাংলার ঘরে। পদক তালিকায় বাংলার স্থান হয়েছে অষ্টম। এবারে জাতীয় গেমসের শেষ দিনে টেবল টেনিসে সোনা জিতল বাংলা মিক্সড ডাবলসে। খেললেন ঐহিকা মুখোপাধ্যায় ও অনির্বান ঘোষ। জিমন্যাস্টিসে সোনা জিতলেন ঋতু দাস ও প্রণতি দাস।
পাশাপাশি, রুপোর পদক পেয়েছেন প্রতিষ্ঠা সামন্ত। মিক্সড ডাবলস টেবল টেনিসের ফাইনালে মহারাষ্ট্রের বিরুদ্ধে দারুণ খেললেন ঐহিকা। তবে, প্রথম দু’টি গেমে মহারাষ্ট্রের প্রতিযোগীদের কাছে পিছিয়ে পড়েছিলেন ঐহিকারা। হারতে হয় ১০-১২ ও ৬-১১ পয়েন্টে। তারপরেই ঐহিকা দুরন্ত খেলে ম্যাচে ফিরে আসেন। সঙ্গে ছিলেন অনির্বান। পরের দু’টি গেমে বাংলার জুটি ১১-৭ ও ১১-৮ পয়েন্টে জিতে নেন। নির্ণায়ক ম্যাচে দুরন্ত ভূমিকা পালন করেন ঐহিকা ও অনির্বান। তাঁরা প্রতিপক্ষ মহারাষ্ট্রকে ১১-২ পয়েন্টে হারিয়ে সোনা জয়ের কৃতিত্ব দেখান।
বৃহস্পতিবার আর্টিস্টিকস জিমন্যাস্টিকসে ব্যক্তিগত প্রতিযোগিতায় বিমবার ইভেন্টে ঋতু দাস ১১.৩৬৭ পয়েন্ট করে মহারাষ্ট্রের প্রতিযোগীকে পিছনে ফেলে সোনা জয়ের কৃতিত্ব দেখান। এই ইভেন্টেই অল্পের জন্য পদক পেলেন না প্রণতি দাস। বিমবার ইভেন্টে পদক না পেলেও প্রণতি ফ্লোর এক্সারসাইজের ফাইনালে ১১.৮৬৭ পয়েন্ট করে সোনা জয়ের কৃতিত্ব দেখান। রুপো পেয়েছেন এই ইভেন্টেই প্রতিষ্ঠা সামন্ত। এবারে জাতীয় গেমসে বাংলার মুখ উজ্জ্বল করেছেন প্রতিযোগীরা।