দেখতে দেখতে ১৯ বছর,.. ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের স্মৃতিচারণা করল ভারতীয় ক্রিকেট বাের্ড। ২০০২ সালে ১৩ জুলাই এই কৃতিত্ব অর্জন করেছিল সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় দল। মঙ্গলবার সকালেই সেই সুখের স্মৃতি কিছুটা উসকে দিল বিসিসিআইয়ের টুইট।
টুইটারে ভারতীয় দলের সেই ঐতিহাসিক জয়ের কিছু স্মরণীয় ভিডিও দিয়েছেন বাের্ড। কুড়ি সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে, অ্যান্ড্রু ফ্লিনটফের বল জাহির খান অফ সাইডে ফেলে দিয়ে একটি রান নিচ্ছেন। ইংল্যান্ডের ফিল্ডার ওভার থ্রো করায় ফের একটি রান নিয়ে ভারতকে জয় এনে দিচ্ছেন মহম্মদ কাঈফ এবং জাহির খান।
বলে রাখা ভালাে, সেই ম্যাচে কাঈফের সঙ্গে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন যুবরাজ সিংও। ট্রফি জয়ের পর সৌরভ গাঙ্গুলি লর্ডসের বারান্দায় নিজের জার্সিও উড়িয়েছিলেন যা আজও সকলের মনের মধ্যে রয়েছে। এই দৃশ্যটাও এই ভিডিও ফুটেজে দেখা গিয়েছে।
এদিকে সৌরভ গাঙ্গুলির বায়ােপিক তৈরি হতে চলেছে। সৌরভের ভূমিকায় প্রধান চরিত্র পালন করতে দেখা যেতে পারে রণবীর কাপুরকে।