১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় এবং পরপর দুই আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোহিতদের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্যদের ৫৮ কোটি টাকা উপহার হিসাবে দেবে বোর্ড। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে।
বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য ভারতীয় দলকে ৫৮ কোটি টাকা দেওয়া হবে। ভারতীয় দলের ১৫ জন ক্রিকেটার তো বটেই, তারই সাথে কোচ গৌতম গম্ভীর এবং তাঁর কোচিং স্টাফের অন্যান্য সদস্যদের এবং সাপোর্ট স্টাফের সদস্যদেরও আর্থিকভাবে পুরস্কার দেওয়া হবে। এরই সাথে অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচকরাও এই পুরস্কারের অংশ পাবেন। তবে কার জন্য কত অঙ্ক বরাদ্দ সেটা আলাদা করে বোর্ডের তরফ থেকে জানানো হয়নি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে বোর্ড। সেই সফরকারী দলে মোট ৪২ জন সদস্য ছিলেন। বিশ্বকাপের মূল দলে যে ১৫ জন ছিলেন, তাঁদের এবং কোচ রাহুল দ্রাবিড়কে দেওয়া হয় ৫ কোটি টাকা করে। কোচিং স্টাফের অন্য সদস্যদের দেওয়া হয় ২.৫ কোটি টাকা করে। অজিত আগরকর-সহ নির্বাচকদের দেওয়া হয় ১ কোটি টাকা করে। এছাড়াও।
৩ জন ফিজিওথেরাপিস্ট, ৩ জন থ্রোডাউন বিশেষজ্ঞ, ২ জন ম্যাসিওর এবং কন্ডিশনিং কোচেরাও ২ কোটি টাকা করে পেয়েছিলেন। রিজার্ভ দলের সদস্যদের ও গতবার পুরস্কৃত করে বোর্ড। তবে এবার টাকার অঙ্কটা সকলেরই অর্ধেকের কাছাকাছি হবে।