জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযােগ, তদন্ত শুরু বিসিবির। সাকিব আল হাসানের মহমেডান স্পাের্টিং ক্লাবের অনুশীরনেলজৈব সুরক্ষা লয় ভাঙার অভিযােগ উঠল। স্বভাবতই এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে বাংলাদেশ ক্রিকেট বাের্ড।
ইতিমধ্যেই তদন্ত শুরু করে দোষীদের বিরদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিসিডিএমের চেয়াম্যান কাজী ইনাম আহমেদ। তিনি বলেন, ঘটনাটি জানতে পেরে ঈমরা হতাশ হয়েছি। সিসিডিএম ও বিসিবি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
প্রতিটা দল, ক্রিকেটার ও দলের বাকিদের স্বাস্থ্য এবং সুরক্ষা আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা প্রচুর অর্থ বিনিয়ােগ করেছি। তাই যিনি বা যারা এমন কাণ্ড ঘটিয়েছেন, তাদের কঠিন শাস্তি দেওয়া হবে।