রিলায়েন্স ফাউন্ডেশনের অ্যাকাডেমির সঙ্গে টানা ১০ বছরের সম্পর্কের অবসান হতে চলেছে জোসে ব্যারেটোর। ব্যারেটো ঠিক করেছেন যে অ্যাকাডেমির জুনিয়র ফুটবলারদের কোচিংয়ে আর তিনি থাকবেন না। এবার সরাসরি আইএসএল না হলে আই লিগের কোনও দলের কোচিংয়ে যুক্ত হবেন।
খেলা ছাড়ার পর এক বছরের জন্য হাবাসের সহকারী হিসেবে এটিকে-র কোচ ছিলেন মোহনবাগানের তারকা ব্যারেটো। এরপরেই রিলায়েন্স ফাউন্ডেশনে কোচ হিসেবে যুক্ত হন তিনি। যদিও এরই সঙ্গে করতে থাকেন একের পর এক কোচিং লাইসেন্স। রিলায়েন্স ফাউন্ডেশন অ্যাকাডেমির অনুর্ধ্ব-১৭ দলের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন ব্যারেটো। এই গত ১০ বছরে রিলায়েন্স ফাউন্ডেশনের অ্যাকাডেমিকে বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় খেলতেও নিয়ে গিয়েছেন ব্যারেটো। তবে দীর্ঘ দশ বছর পরে ব্যারেটোর মতে, এইবার সময় এসেছে সিনিয়র দলে কোচিং করানোর।
ভারতীয় ফুটবলে সিনিয়র দলের সঙ্গে কোচ হিসেবে যুক্ত হওয়ার জন্য যে ‘এ’ লাইসেন্স দরকার, সেটাও এতদিনে সম্পূর্ণ করে ফেলেছেন ব্যারেটো। আর ইন্ডিয়ান সুপার লিগে যে কোনো দলের সহকারী কোচ হিসেবেও যুক্ত হতে গেলে ‘এ’ লাইসেন্স দরকার। এরই সাথে ব্যারেটো জানিয়েছেন যে তিনি এবার ‘প্রো লাইসেন্স’ করে নিতে ইচ্ছুক, যাতে ভবিষ্যতে আইএসএলের কোনও দলেরও চিফ কোচ হতে পারেন তিনি।
রিলায়েন্স কর্তৃপক্ষকে ব্যারেটো ইতিমধ্যে মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন, জুনের পর তিনি আর অ্যাকাডেমির কোচ হিসেবে থাকতে চান না। রিলায়েন্স চাইলে নতুন কাউকে কোচ হিসেবে নিযুক্ত করতে পারে। কিন্তু এরপর কী করবেন তিনি? ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ভারতীয় ফুটবলে ঠিকই কোচ হিসেবে কোনও না কোনও ক্লাবে যুক্ত হতে পারবেন তিনি।