• facebook
  • twitter
Friday, 22 November, 2024

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার জয় অব্যাহত, হেরে গেল আর্সেনাল ও পিএসজি

পেনাল্টি থেকে গোল করেন হান্স ভানাকেন। ভিলা কোচ উনাই এমেরি বলেছেন, ‘আমার ফুটবল জীবনে এত বড় ভুল কোনও দিন দেখিনি। কেন এমন ঘটনা ঘটল, তার উত্তর খুঁজে পাওয়া যাবে না।’

প্রতিনিধিত্বমূলক চিত্র

বার্সেলোনার জয়ের রথ ছুটে চলেছে। বার্সেলোনার কাছে কোনওভাবেই প্রতিপক্ষরা দাঁড়াতেই পারছে না। তাই ঘরোয়া লিগে ও চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ধারাবাহিক জয় সবাইকে অবাক করে দিয়েছে। গত বুধবার রাতে রেড স্টার বেলগ্রেডকে হারিয়েছে ৫-২ গোলে। জোড়া গোল রবার্ট লেয়নডস্কির। একই দিনে হেরে গিয়েছে আর্সেনাল এবং প্যারিস সঁ জরমঁ।

বার্সেলোনার অলিম্পিক্স স্টেডিয়ামে দুই অর্ধে দু’টি গোল করেছেন লেয়নডস্কি। ১৩ মিনিটে রাফিনহার ফ্রিকিক থেকে প্রথম গোল ইনিগো মার্তিনেসের। ২৭ মিনিটে সেই গোল শোধ করে দেন বেলগ্রেডের সিলাস। বিরতির আগে প্রথম গোল লেয়নডস্কির। ৫৩ মিনিটে তিনিই ৩-১ এগিয়ে দেন বার্সেলোনাকে। এরপর রাফিনহা ও ফার্মিন লোপেস ৫-১ করেন। বেলগ্রেডের মিলসন আরও একটি গোল দিয়ে ব্যবধান কমান।বার্সেলোনার রাইট ব্যাক জুলস কুন্ডে তিনটি অ্যাসিস্ট করেছেন। জিতে খুশি লেয়নডস্কি। বলেছেন, ‘আবার আমরা ভাল খেলেছি। গোটা ম্যাচেই আমাদের নিয়ন্ত্রণে ছিল।’

মিলানের সান সিরো স্টেডিয়ামে হেরে গেল আর্সেনাল। বিরতির আগে হাকান কালহানোগ্লুর পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় ইন্টার। আর্সেনাল আর সমতা ফেরাতে পারেনি। ইন্টারে যোগ দেওয়ার পর ১৯টি পেনাল্টির প্রতিটিতেই গোল করেছেন কালহানোগ্লু। দ্বিতীয়ার্ধে লড়াই করেও ম্যাচে ফিরতে পারেনি আর্সেনাল।
ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে ১-২ গোলে হেরে গেল পিএসজি। কিলিয়ান এমবাপে চলে যাওয়ার পর থেকে ছন্দে নেই ফ্রান্সের ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগেও ছন্দ খুঁজে পাচ্ছে না। ওয়ারেন জাইরে-এমেরি এগিয়ে দিয়েছিলেন পিএসজি-কে। নাহুয়েল মোলিনা সমতা ফেরান। আতলেতিকোর হয়ে জয়সূচক গোল অ্যাঙ্খেল কোরিয়ার।

চ্যাম্পিয়ন্স লিগে জয়রথ থামল অ্যাস্টন ভিলার। তারা হারল ক্লাব ব্রুজের কাছে। অদ্ভুত ভাবে বিপক্ষকে পেনাল্টি দিয়ে বসে ভিলা। একটি গোল কিকের সময় ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ছোট পাস দিয়েছিলেন বক্সে থাকা টাইরন মিংসকে। মিংস বুঝতে পারেননি তাঁকে পাস দেওয়া হয়েছে। তিনি হাত দিয়ে বল ধরে সেটি আবার মার্টিনেজের কাছে গিয়ে বসিয়ে দেন। বিপক্ষ দল পেনাল্টির আবেদন করলে রেফারি পেনাল্টি দিতে দ্বিধা করেননি।

পেনাল্টি থেকে গোল করেন হান্স ভানাকেন। ভিলা কোচ উনাই এমেরি বলেছেন, ‘আমার ফুটবল জীবনে এত বড় ভুল কোনও দিন দেখিনি। কেন এমন ঘটনা ঘটল, তার উত্তর খুঁজে পাওয়া যাবে না।’