• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার দুরন্ত জয়

বার্সেলোনা দুরন্ত জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুণ্ডের বিপক্ষে। খেলার প্রথম থেকেই বার্সেলোনা আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। অবশ্য প্রথম পর্বে গোল হয়নি।

ফাইল চিত্র

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে কোন দল জিতছে বা কোন দল হারছে, তা যেন অনেকটাই সাপ-লুডোর খেলা দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার রাতে ম্যাঞ্চেস্টার সিটি আবার হেরে বসল। বার্সেলোনা ও আর্সেনাল জয় পেয়েছে। এই জয়ের ফলে তাঁরা লিগ টেবলে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে। আর ম্যাঞ্চেস্টার সিটি হেরে যাওয়ায় এই প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা উঁকি দিয়েছে। ম্যাঞ্চেস্টার সিটি হেরে গেল জুভেন্তাসের কাছে।

এদিকে, বার্সেলোনা দুরন্ত জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুণ্ডের বিপক্ষে। খেলার প্রথম থেকেই বার্সেলোনা আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। অবশ্য প্রথম পর্বে গোল হয়নি। খেলার ৫২ মিনিটে ওলমোরের বাড়ানো বল থেকে গোল করেন রাফিনিয়া। এগিয়ে যায় বার্সেলোনা। আট মিনিট বাদেই পাল্টা আক্রমণ শানিয়ে ডর্টমুণ্ড গোল পরিশোধ করে দেয়। পেনাল্টি থেকে গোলটি করেন সেরহো গুইরাসি। বার্সেলোনা তারপরেই আরও বেশি করে আক্রমণে উঠে আসে। যার ফলে প্রতিপক্ষ দলের রক্ষণভাগে ফাটল ধলে যায়। ৭৪ মিনিটের মাথায় আবার এগিয়ে যায় বার্সেলোনা। এবারের গোলদাতা লেভানডোভস্কির বদলি খেলোয়াড় তোরেস। আবার গোল পরিশোধ করে দেয় ডর্টমুণ্ড। গোলটি করেন গুইরাসি। আবার খেলায় সমতা ফিরে আসার পরে দুই দলই গোল করার জন্য একের পর এক আক্রমণ শানাতে থাকে। ৮৫ মিনিটের মাথায় বার্সেলোনার হয়ে জয়সূচক গোলটি করেন তোরেস। বলটি পেয়েছিলেন ইয়েমালের পাস থেকে। শেষ পর্যন্ত বার্সেলোনা রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে (৩-২) লিগ টেবলে দ্বিতীয় স্থানে পৌঁছে যায়। আর্সেনাল ৩-০ গোলে হারিয়ে দিয়েছে মোনাকোকে। জোড়া গোল করেছেন বুকায়ো সাকা। অন্য গোলটি করেন কাই হাভার্টজের।

অন্যদিকে ঘরের মাঠে জুভেন্তাস জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে লড়াই করে। এদিন ম্যাঞ্চেস্টার সিটির হয়ে প্রথম সারির ফুটবলাররা প্রত্যেকেই খেলেছেন। কিন্তু অবাক হতে হল, ম্যাঞ্চেস্টার সিটি জুভেন্তাসের বিরুদ্ধে সেইভবে লড়াইয়ে নিজেদের প্রকাশ করতে পারেনি। এখানে উল্লেখ করা যেতে পারে, চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুসারে প্রথম আটটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। আর নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলিকে প্লে-অফ ম্যাচ খেলতে হবে। সেখান থেকে আটটি দল আসবে। আর ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলি বাদের তালিকায় চলে যাবে।