• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

এমবাপেদের হারিয়ে স্বপ্ন দেখল বার্সা

প্যারিস– অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখাতে শুরু করল বার্সেলোনা৷ বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে প্যারিস সাঁ জাঁ-কে হারাল জাভির দল৷ অন্য ম্যাচেও জয় পেয়েছে স্পেনের টিম৷ জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ৷ চলতি মরশুম একেবারেই ভালো যায়নি বার্সেলোনার৷ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে আট পয়েন্ট পিছিয়ে রয়েছে জাভির দল৷ স্পেনের চ্যাম্পিয়ন

প্যারিস– অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখাতে শুরু করল বার্সেলোনা৷ বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে প্যারিস সাঁ জাঁ-কে হারাল জাভির দল৷ অন্য ম্যাচেও জয় পেয়েছে স্পেনের টিম৷ জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ৷

চলতি মরশুম একেবারেই ভালো যায়নি বার্সেলোনার৷ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে আট পয়েন্ট পিছিয়ে রয়েছে জাভির দল৷ স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার আশা কার্যত প্রায় শেষের পথে৷ মরশুম শেষে কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দেবেন জাভি৷ এই আকালে একমাত্র আশা-ভরসা বলতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ৷ কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সাঁ জাঁ-র বিরুদ্ধে লড়াইটা যথেষ্ট কঠিন ছিল৷ কারণ, জাভির বিপরীত রিজার্ভ বেঞ্চে ছিলেন প্রাক্তন বার্সা কোচ লুইস এনরিকে৷ মাঠে সামলাতে হয়েছে এমবাপের আগুনে গতি৷ সেই লড়াইয়ের প্রথম পর্বে সফল লেওয়ানডস্কিরা৷ বুধবার রাতে প্যারিসে বার্সেলোনা জয় পেল ৩-২ গোলে৷

ম্যাচের প্রথম থেকেই দাপট ছিল স্পেনের ক্লাবের৷ ৩৭ মিনিটে তাদের এগিয়ে দেন রাফিনহা৷ ডানদিক থেকে বার্সার বিস্ময় বালক লামালের বাড়ানো বল ধরে ঠাণ্ডা মাথায় জালে জড়িয়ে দেন ব্রাজিলীয় তারকা৷ যদিও হাফ টাইমের পরেই ছন্দে ফিরে আসে প্যারিস৷ ৪৮ মিনিটে প্রাক্তন বার্সা তারকা ডেম্বেলে সমতায় ফেরান এনরিকের দলকে৷ ২ মিনিট পরেই তাঁদের এগিয়ে দেন ভিটিনহা৷ কিন্ত্ত পেদ্রিকে নামানোর পরই খেলা ঘুরে যায় বার্সেলোনার দিকে৷ ৬২ মিনিটে স্পেনীয় মিডফিল্ডারের ভাসানো বল ধরে ফের গোল করেন রাফিনহা৷ ৭৭ মিনিটে দুরন্ত হেডে বার্সেলোনাকে নাটকীয় জয় এনে দেন ক্রিশ্চেনসন৷

চ্যাম্পিয়ন্স লিগের অন্য কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-১ গোলে হারায় বরুসিয়া ডর্টমুন্ডকে৷ ৪ মিনিটে দিয়েগো সিমিওনের দলকে এগিয়ে দেন ডি পল৷ ৩২ মিনিটে ২-০ করেন স্যামুয়েল লিনো৷ ম্যাচের শেষ লগ্নে সেবাস্তিয়ান হেলার একটি গোল শোধ করলেও তা যথেষ্ট ছিল না৷