ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট সিরিজে কানপুরে আজই ছিল খেলার প্রথম দিন। বৃষ্টির জন্য খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। এই সীমিত সময়ের খেলার মধ্যেই আক্রান্ত হলেন বাংলাদেশের ক্রিকেট ভক্ত ‘রবি’। তাঁর মুখ আচ্ছাদিত ছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের চিত্রে। দেহেও ছিল টাইগারের আদলে হলুদের ওপর কালো ডোরাকাটা পোশাক। এভাবেই কানপুরের স্টেডিয়ামের গ্যালারিতে থেকে বাংলাদেশ টিমের ফ্যান ও খেলোয়াড়দের উৎসাহিত করছিলেন। কিন্তু মাঝপথে হঠাৎই শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। গ্যালারি থেকে একটি অপ্রীতিকর ঘটনার খবর ছড়িয়ে পড়ে।
গুজব ছড়ায়, বাংলদেশের সমর্থক ‘টাইগার রবি’কে আক্রমণ করা হয়েছে। তাঁকে কয়েকজন দর্শক গ্যালারিতে মারধর করেছেন বলে ওঠে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশও তাঁকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে। যদিও বাংলাদেশের ওই সমর্থক ইশারায় ঘুষি মারার অভিযোগ করেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সুস্থ হওয়ার পর ‘টাইগার রবি’ পুরো পাল্টি খেয়ে যান। তিনি বলেন, নিজেই গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি বলেন, ‘আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়। এখন অনেকটা ভালো আছি।’
প্রসঙ্গত ইতিমধ্যে চেন্নাইতে শেষ হয়েছে প্রথম টেস্ট। সেই টেস্টে জিতেছে ভারত। ফলে সিরিজে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় দল। আজ দ্বিতীয় টেস্ট শুরু হলেও বৃষ্টির জন্য খেলা বিঘ্নিত হয়। ব্যাটিং-এ ছিল বাংলাদেশ। প্রথমে পর্যাপ্ত আলোর কারণে খেলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে বৃষ্টি শুরু হলে এদিনের মতো খেলা সমাপ্তি ঘোষণা করা হয়। তখন ৩৫ ওভারের মাথায় তিন উইকেট হারিয়ে বাংলাদেশ ১০৭ রান করে। ইতিমধ্যে দর্শকদের মধ্যে শুরু হয় গুঞ্জন। ‘টাইগার রবি’ অসুস্থ হওয়ার খবর গ্যালারি থেকে স্টেডিয়ামের সমস্ত দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে।
কিন্তু বাংলাদেশের সমর্থক এই টাইগার রবির হঠাৎ কী হয়েছিল? প্রথমে তিনি পেটে ব্যথা অনুভব করেন। একটি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের সামনে ‘রবি’ অভিযোগ করেন,’একদল দর্শক আমাকে সকাল থেকেই খারাপ কথা বলছিল। লাঞ্চের পর আমি নাজমুল, শান্ত ও মোমিনুল হকের নাম ধরে চিৎকার শুরু করি। তখন কয়েকজন আমার আশেপাশে ঘুরছিল। আমার বাঘের ম্যাসকট ও পতাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে। যখন আমি বাধা দিই, ওরা আমাকে মারধর শুরু করে।’