১০৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

শাকিবআল হাসান ছাড়াই বাংলাদেশ খেলতে নামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ মিরপুর স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। খেলার শুরু থেকেই বিপর্যয়। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের দাপটে ছত্রভঙ্গ হয়ে যান বাংলাদেশের ক্রিকেটাররা। শেষ পর্যন্ত ১০৬ রান করে বাংলাদেশের সবাই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। দক্ষিণ আফ্রিকার স্পিনার ওয়েইন মালডার, কাগিসো রাবাদার পেস এবং কেশব মহারাজের ভেলকিতে একের পর এক উইকেট ভেঙে পড়ে বাংলাদেশের। তিন স্পিনারই তিনটি করে উইকেট পেয়েছেন। বাংলাদেশের নতুন কোচ ফিল সিমন্স বলেছিলেন, আগামী ম্যাচগুলিতে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে চায় বাংলাদেশ। কিন্তু প্রথম দিনে প্রথম টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে যেভাবে মাথা নোয়াতে হল বাংলাদেশকে, তাতে বোঝা যাচ্ছে, কোচের আশা আঁধারেই থাকবে।

বাংলাদেশের টপ অর্ডার শুরুতেই ধসিয়ে দিয়েছিলেন ওয়েইন মালডার। পরপর ওভারে সাদমান ইসলাম, ক্যাপ্টেন শান্ত এবং মমিনুল হককে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন তিনি। এরপর মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারে ধস নামান কেশব মহারাজ এবং কাগিসো রাবাডা। বাংলাদেশের হয়ে একমাত্র ওপেনার মাহমুদুল জয় সবচেয়ে বেশি রান করেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৩০ রান। দুই অংকের রানে পৌঁছেছেন মাত্র চারজন। তিন উইকেট নেওয়ার ফাঁকে রেকর্ড করে ফেললেন কাগিসো রাবাডাও। বিশ্বের সবথেকে কম বলে ৩০০ টেস্ট উইকেট নেওয়ার মালিক এখন তিনিই। উল্লেখ্য, ভারতে খেলতে এসে দুটো টেস্টেই পর্যুদস্ত হয়েছিল বাংলাদেশ।