ইতিহাস তৈরি করল বাংলাদেশের ক্রিকেটাররা

বাংলাদেশ ক্রিকেট দল (Photo: Twitter/@cricketworldcup)

সােমবার নয়া নজির তৈরি করল বাংলাদেশের ক্রিকেটাররা। ঘরের মাঠে অজিদের রুিদ্ধে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল টাইগারবাহিনী। বাংলাদেশ ক্রিকেটে এটা একটা অভাবনীয় দৃশ্য।

অস্ট্রেলিয়ার মতন শক্তিশালী দলকে হারিয়ে চলতি বছরের শেষদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে। আগে বাংলাদেশের ক্রিকেটাররা বাকি দলগুলােকে সাবধান করে দিয়ে বার্তা দিয়ে রাখল সেটা আগাম বলে দেওয়া যায়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল জয় তুলে নিয়েছে (৪-১) ব্যবধানে।

শেষ একদিনের ম্যাচে খেলতে নেমে বাংলাদেশ মাত্র ১২৩ রানে ইনিংস থামিয়ে ফেলেছিল। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ৬২ রানে ইনিংস শেষ করে ফেলে। আগে ২০০৫ সালে।


অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে সবথেকে কম রান তুলেছিল ৭৯ রান। যােলাে বছর পর বাংলাদেশের মাটিতে অজিরা আরও কম রান তুলে লজ্জার মুখে পড়ল। সাকিব আল হাসানের স্পিন বােলিংয়ের সামনে অজিরা দাঁড়াতেই পারেনি। সাকিব নয় রান খরচ করে একাই চারটি উইকেট তুলে নেন।