ডোপিং বিতর্কে জড়ালেন বজরং পুনিয়া, চার বছরের জন্য প্রতিযোগিতায় নামার নিষেধাজ্ঞা

কুস্তিগির বজরং পুনিয়া। ছবি: ইন্টারনেট।

ডোপিং কেলেঙ্কারিতে এবার নাম জড়াল অলিম্পিক খেতাবজয়ী কুস্তিগির বজরং পুনিয়ার। জাতীয় ডোপিং বিরোধী সংস্থা (ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি বা নাডা) আগামী ৪ বছরের জন্য কোনওরকম প্রতিযোগিতায় বজরংয়ের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করল। নাডা-র নির্দেশ মানেননি তিনি, তাই এহেন শাস্তি। যদিও, এই ঘটনা প্রথম নয়। এর আগে আন্তর্জাতিক কুস্তি সংস্থার সাসপেনশনের শিকার হয়েছিলেন তিনি।

গত মার্চ মাসে সোনিপতে জাতীয় ট্রায়াল চলাকালীন প্রস্রাবের নমুনা চাওয়া হয় অলিম্পিকে ব্রোঞ্জ খেতাব জয়ী এই কুস্তিগিরের থেকে, যা দিতে তিনি অসম্মত হন। এই ঘটনার জেরে বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি বা ওয়াডা) তাঁকে কারণ দর্শাতে নির্দেশ দেয়। তাতে সন্তুষ্ট না হওয়ায় তাঁর বিরুদ্ধে নোটিশ জারি করা হয় গত ২৩ এপ্রিল তারিখে। এর ফলস্বরূপ প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারেননি তিনি।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি। তাঁর বক্তব্য, তাঁকে প্রস্রাব পরীক্ষার জন্য মেয়াদোত্তীর্ণ কিট দেওয়া হয়েছিল। তাঁকে যতক্ষণ না যথাযথ কিট দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রস্রাব পরীক্ষায় অংশ নিতে চাননি তিনি। এই কারণে তাঁকে গত জুন মাসে পাঠান হয় নোটিশ। তিনি পালটা আবেদন করলে কিছুদিনের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।


সেপ্টেম্বর-অক্টোবর মাসে পুনরায় এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে নাডা। তদন্তের ভিত্তিতে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। এর ফলবশত তাঁকে আগামী ৪ বছরের জন্য নির্বাসন দেওয়া হয় কুস্তি থেকে। গত এপ্রিল মাস থেকে এই নির্বাসন কার্যকর হবে। শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, তিনি কুস্তির প্রশিক্ষণ দিতেও পারবেন না।

এই ব্যাপারে যদিও রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকে। উল্লেখ্য, জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে যেসব কুস্তিগির সোচ্চার হয়েছিলেন, তার মধ্যে বজরং এবং বিনেশ ফোগত ছিলেন অন্যতম। বিনেশের প্যারিস অলিম্পিক্সে খেতাব জেতা নিয়ে মাঝে বিতর্ক সৃষ্টি হয়। ওজনের জন্য বাদ পড়তে হয় তাঁকে। থমকে যায় রুপোর স্বপ্ন। এর পরে কংগ্রেসে যোগ দেন বিনেশ। তাই, বজরংয়ের ক্ষেত্রেও এইরকমই কিছু হতে চলেছে বলে মনে করা হচ্ছে।