আগামী বছরের ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। দেশের ৬ টি স্টেডিয়ামে খেলা হবে। ঘরের মাঠে বাংলা খেলবে। এলিট বি গ্রুপের সব খেলা হবে ইডেন উদ্যানে।
বাংলার গ্রুপে রয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড, অসম, তামিলনাড়ু ও হায়দরাবাদ। সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরু হওয়ার আগে রবিবার ইডেন উদ্যান ঘুরে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও হায়দরাবাদ ক্রিকেট অ্যাসােসিয়েশনের বর্তমান সভাপতি মুহম্মদ আজহারউদ্দিন।
এখানকার জৈব লয় ব্যবস্থাপনা, কোভিডনীতি এবং লজিস্টিক নিয়ে সিএবি-র সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে বেশ কিছুক্ষণ আলােচনা করেন আজহারউদ্দিন। ইডেন বলতে আজহারের কাছে এক স্মৃতি। এই মাঠেই অভিষেক টেস্টে শতরান করেন। জিতেছেন হিরাে কাপ। প্রায় দশ মাস শেষে আবার দেশের মাটিতে ঘরােয়া ক্রিকেট ফিরে আসছে। ২০২০ সালের মার্চ মাসে রঞ্জি ট্রফি ফাইনালের পর আর ক্রিকেট খেলা হয়নি।