• facebook
  • twitter
Friday, 22 November, 2024

অলিম্পিক্সের চূড়ান্ত দলে শেষ মুহূর্তে বাদ বাংলার মেয়ে আভা খাটুয়া

নিজস্ব প্রতিনিধি:  আসন্ন প্যারিস অলিম্পিক্স গেমসে ভারতের হয়ে ১১৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন৷ বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে৷ এই দলের সঙ্গে ১৪০ জন কর্তা ও সাপোর্ট স্টার্ফ দলের সঙ্গে যাচ্ছেন৷ তবে, সবাইকে সরকারের পক্ষ থেকে কোনও অর্থ দেওয়া হবে না৷ প্রতিনিধি দলের ৭২ জনের খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার৷ বাংলার

নিজস্ব প্রতিনিধি:  আসন্ন প্যারিস অলিম্পিক্স গেমসে ভারতের হয়ে ১১৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন৷ বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে৷ এই দলের সঙ্গে ১৪০ জন কর্তা ও সাপোর্ট স্টার্ফ দলের সঙ্গে যাচ্ছেন৷

তবে, সবাইকে সরকারের পক্ষ থেকে কোনও অর্থ দেওয়া হবে না৷ প্রতিনিধি দলের ৭২ জনের খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার৷ বাংলার মেয়ে আভা খাটুয়া আশা করেছিলেন অলিম্পিক্স গেমসে তিনি অংশ নিতে পারবেন৷ কিন্ত্ত যখন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, তখন দেখা গেল, বাংলার শট পার্টার আভা খাটুয়ার নাম নেই৷ অর্থাৎ যে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন আভা, সেই স্বপ্ন অধরাই থেকে গেল৷ বিশ্ব র্যাঙ্কিং থেকে আভা অলিম্পিক্সে যাওয়ার সুযোগ পেয়েছিলেন৷ কেন তাঁকে বাদ দেওয়া হয়েছে, তার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি৷ কিছুদিন আগে বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে আভার নামটা ছিল না৷ শোনা গেছে, চোট ও ডোপিং নাকি অন্য কোনও সমস্যা, তা স্পষ্ট করা হয়নি৷

তাই আভাকে বাদ দেওয়ার পিছনে কী কারণ, তার কোনও ব্যাখ্যা করা হয়নি৷ তবে, ভারতীয় দলে ২৯ জন ক্রীড়াবিদ নিয়ে গড়া যে দল, সেই দলে সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন অ্যাথলিটসরা৷ ২৯ জনের দলে ১১ জন মহিলা ও ১৮ জন পুরুষ অ্যাথলিটস রয়েছেন৷ এর পরেই শুটিংয়ের দল রয়েছে৷ শুটিংয়ে ২১ জন প্রতিনিধি ভারতের হয়ে রেঞ্জে নামবে৷ তারপরেই হকি দল রয়েছে৷ হকে দলে মোট ১৯ জন খেলোয়াড়কে দেখা যাবে লড়াই করতে প্রতিপক্ষের বিরুদ্ধে৷ টেবলটেনিস কোর্টে থোকছেন আটজন খেলোয়াড়৷ ব্যাডমিন্টনে ৭ জন রয়েছেন৷ কুস্তি, তিরন্দাজি ও বক্সিংয়ে ৬ জন করে প্রতিযোগী অংশ নেবেন অলিম্পিক্সে৷ আর ভারত্তোলনে মাত্র একজন প্রতিযোগী থাকছেন৷

টোকিয়ো অলিম্পিক্সে ভারতের প্রতিনিধি আরও দু’জন ছিলেন৷ গতবারে ভারত ৭টি পদক পেয়েছিল৷ ২০২০ টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে একটি মাত্র সোনার পদক এনেছিলেন জাভলিনে নীরজ চোপরা৷ ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু দ্বিতীয়বার অলিম্পিক্স থেকে পদক তুলে এনেছিলেন৷ ৪১ বছর বাদে হকিতে ভারতীয় পুরুষ দল ব্রোঞ্জ পদক পেয়েছিল৷ ওয়েট লিফটার মীরাবাই চানু ৪৯ কেজি বিভাগে পদক পান৷ লভলিনা বরগহাই ব্রোঞ্জ পদক পান ৬৫ কেজি বিভাগে মহিলাদের ওয়েট লিফটিংয়ে৷ রবিকুমার দাইহিয়া রুপোর পদক পান ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে৷ বজরং পুনিয়া ৬৫ কেজি কুস্তিতে ব্রোঞ্জ পদক পান৷
ভারতীয় অলিম্পিক্স সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, গেমস ভিলেজে ৬৭ জন সাপোর্ট স্টাফ থাকবেন৷ গেমস ভিলেজের বাইরে কাছাকাছি কোনও হোটেলে কেন্দ্রীয় সরকারের খরচে ৭২ জন থাকবেন৷