প্রয়াত প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইয়ান রেডপাথ

টিম ইন্ডিয়া বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে। দুই দলের মধ্যে ৫ টেস্টের বর্ডার-গাভাসকার ট্রফি খেলা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্যাচটি পার্থে খেলা হয়েছিল। সেই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ২৯৫ রানে জিতেছিল। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে। এই ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াত হয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইয়ান রেডপাথ।

ইয়ান রেডপাথের বয়স হয়েছিল ৮৩। রেডপাথ ১৯৬৪ থেকে ১৯৭৬ পর্যন্ত তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬৬টি টেস্ট এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বিশ্বে পরিচিত ছিলেন তিনি। ইয়ান ১৯৬৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর প্রথম টেস্ট ম্যাচ খেলেন। মেলবোর্নে প্রথম টেস্ট ম্যাচে তিনি 97 রান করেন। আর ১৯৭১ সালে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর প্রথম ওডিআই ম্যাচ খেলেন ইয়ান।

ইয়ান টেস্ট ক্যারিয়ারে ৪৩.৪৫ গড়ে ৪৭৩৭ রান করেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৮টি সেঞ্চুরি। ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন ইয়ান। ১৯৭৫-৭৬ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ইনিংসে তিনটি সেঞ্চুরি করে টেস্ট ক্যারিয়ারে ইতি টানেন। এছাড়া ৫টি ওডিআই ম্যাচে ৯.২০ গড়ে ৪৬ রান করেছেন ইয়ান। ২০২৩ সালের জানুয়ারীতেই তাঁকে ক্রিকেট অস্ট্রেলিয়া হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল।


দিন কয়েক আগে ২৩ বছর বয়সী অস্ট্রেলিয়ান ক্রিকেটার আদি ডেভও মারা গিয়েছেন। আদি ডেভ ছিলেন একজন অলরাউন্ডার। বাঁ-হাতি স্পিনের জন্য তিনি বিখ্যাত ছিলেন। মাত্র ১৫ বছর বয়সে লাইমলাইটে আসেন এই খেলোয়াড়। ২০১৭ সালে, ডারউইনে ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথের দলের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলা হয়েছিল। আদি ডেভ সেই ম্যাচে ফিল্ডিং করার সুযোগ পেয়েছিলেন। দুই ক্রিকেটারের মৃত্যুতে গোটা অস্ট্রেলিয়ান ক্রিকেট মহল হতবাক।