অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ ছুঁড়তে চায় রোহিত ব্রিগেডের বিরুদ্ধে

ফাইল চিত্র

ক্রিকেট বিশেষজ্ঞরা সবসময় বলেন, অ্যাডিলেডে দিনরাতের টেস্টে অস্ট্রেলিয়া শুধুa এগিয়ে থাকে তাই নয়, প্রতিপক্ষ দলের বিরুদ্ধে তাঁরা জয় তুলে নেয়। অতীতেও দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার কাছে এখানকার মাঠে দিনরাতের খেলায় ভারত হার স্বীকার করেছে। তাই আগামী শুক্রবার দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে অ্যাডিলেডে। আর এই ম্যাচটা দিন রাতে খেলা হবে। হয়তো সেই কারণে একটা আতঙ্ক ভারতীয় শিবিরে খেলা করতেও পারে। পাশাপাশি এই শহরের নাম শুনলেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে লজ্জার স্মৃতি কথা বলে যায়। চার বছর আগে এই মাঠেই ভারতীয় দল মাত্র ৩৬ রানে আউট হয়ে গিয়েছিল। তবে ওই টেস্টে হেরে গেলেও ভারতীয় দল ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে ছিল। তবে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে খেলবেন বলে মন্তব্য করেছেন। এমনকি সেই পুরনো সেই ৩৬ রানে ভারতীয় দলকে আউট করার ছক কষতে শুরু করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে অ্যাডিলেডে দিনরাতের টেস্ট। ভারতীয় দল যে কোনও চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি। পুরনো ইতিহাস ঘেঁটে কোনও লাভ হবে না বলে রোহিত ব্রিগেড ভাবতে শুরু করেছে। দিনরাতের টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড। পরিসংখ্যান বলছে, অ্যাডিলেডে এখনও পর্যন্ত ৭টি দিনরাতের টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। প্রত্যেকবারই জিতে মাঠ ছেড়েছেন প্যাট কামিন্সরা। সেই বিশ্বাসেই ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে অস্ট্রেলিয়া দল। ২০১৯ সালে এই মাঠে দিনরাতের টেস্ট খেলতে নেমে ৫৮৯/৩ রানের বিরাট টার্গেট তুলেছিল অজিরা।

অন্যদিকে, অ্যাডিলেডে দিনরাতের টেস্টে সর্বনিম্ন রানের রেকর্ড ভারতের, সেই ৩৬ অলআউট। এই মাঠে দিনরাতের টেস্ট খেলতে নেমে মোট ৩৯টি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক, যিনি এবারের বর্ডার-গাভাসকর ট্রফিতেও রয়েছেন। যাবতীয় রেকর্ড দেখে ভারতের চিন্তা বাড়তে পারে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স কেরি জানালেন, ঘরের মাঠে দিনরাতের টেস্টের রেকর্ড নিয়ে তিনি অবশ্যই খুব খুশি।


তাহলে কি ভারতকে আবার ৩৬ রানে অলআউট করার ছক কষছে অজি ব্রিগেড? সেই সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিলেন কেরি। তাঁর মতে, ভারত ৩৬ রানে অলআউট হয়ে যাওয়ার ঘটনা ইতিহাস। বারবার সেই একই ঘটনা কখনওই হয় না।
কেরির কথায়, সবসময় পরিকল্পনা করেই মাঠে নামে দল। কিন্তু চার বছর আগের স্মৃতি ফেরাতেই হবে, এমন কোনও ছক নেই। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স মনে করেন ক্রিকেট মাঠে অঘটন ঘটেই থাকে, তাই নিয়ে মশগুল থাকার কোনও কারণ নেই। ক্রিকেট যুদ্ধে যে কোনও সময় যে কোনও দলের ভাগ্য অন্য রকম হয়ে থাকে। তাই সাহসী ভূমিকা নিয়েই মাঠে নামার প্রয়োজন রয়েছে ভারতের বিরুদ্ধে।