চেন্নাই– ‘আমাকে হয়তো সরতে হবে’, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরই ইঙ্গিতপূর্ণ মন্তব্য স্টার্কের
কেকেআরকে জিতিয়ে উঠে অজি তারকা মিচেল স্টার্ক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন৷ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আরও বেশি করে খেলার জন্য যে কোনও একটি ফরম্যাট থেকে তিনি ছুটি নেবেন৷ সেই ফরম্যাট হয়তো ওয়ানডেই৷
কেরিয়ারের আসল সময়ে আইপিএল থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন স্টার্ক৷ আইপিএল খেলতে তিনি খুব একটা উৎসাহী ছিলেন না৷ মাসকয়েক আগে এই বাঁ হাতি জোরে বোলার বলেছিলেন, আইপিএল খেলে অর্থ উপার্জনের থেকে দেশের হয়ে ১০০টা টেস্ট খেলা অনেক গুরুত্বপূর্ণ৷
আইপিএল ফাইনালে স্টার্ক শুরুতেই ম্যাজিক ডেলিভারিতে ফেরান অভিষেক শর্মাকে৷ বড় ম্যাচের বোলার যে স্টার্ক, সেটাই প্রমাণ করলেন৷ প্লে অফেও একাই ভেঙেছিলেন সানরাইজার্স হায়দরাবাদকে৷ ফাইনালেও শুরুতেই ধস নামান৷ স্টার্ককে বলতে শোনা গিয়েছে, ”গত ৯ বছর আমি অস্ট্রেলিয়ার ক্রিকেটকেই প্রাধান্য দিয়েছি৷ আমি নিজের শরীরকে বিশ্রামের সুযোগ দিয়েছি এবং ক্রিকেট থেকে দূরে থেকে স্ত্রীর সঙ্গে কিছু সময়ও কাটিয়েছি৷”
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও বেশি সময় দেওয়ার জন্যই স্টার্ক ওয়ানডে ফরম্যাট ছাড়তে চান বলে মনস্থ করেছেন, ”দেখুন, আমি নিশ্চিত করেই আমার কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি৷ একটা সংস্করণ থেকে হয়তো সরে যাব৷ আগামী ওয়ানডে বিশ্বকাপ এখনও অনেকটাই দূরে৷ এই সংস্করণটা আমি চালিয়ে যাব কি না সেটা ভবিষ্যতের কথা…ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা হয়তো আরও খুলে যাবে আমার জন্য৷”
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানে ২ মাসের আইপিএল৷ এই আইপিএল অতীতে দুবার খেলেছিলেন স্টার্ক৷ ২০১৪ এবং ২০১৫ সালে দুবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন অজি তারকা৷ কেকেআর প্রসঙ্গে স্টার্ক বলেন, ”এই মরশুমটা এবার দারুণ উপভোগ করেছি৷ বিশ্বকাপের আগে আইপিএল হয়েছে৷ এটাই ভালো ব্যাপার৷ বিশ্বকাপের আগে অসাধারণ সব ক্রিকেটারদের বিরুদ্ধে খেলেছি৷ একসঙ্গে সময় কাটিয়েছি৷ বিশ্বকাপের আগে সব অর্থেই ইতিবাচক বিষয়৷”
আগামী বার কি স্টার্ককে নাইটদের বেগুনি জার্সিতে দেখা যাবে? অজি তারকা বলেছেন, ”পরবর্তী মরশুমের সূচি আমার জানা নেই৷ কিন্ত্ত এটুকু বলতে পারি এই মরশুমটা খুব উপভোগ করেছি৷ পরের বছর আমি আবার ফিরে আসতে চাই একানে৷ আশা রাখি বেগুনি এবং সোনালি জার্সিতে ফের খেলতে নামব৷”