• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

সুয়ারেজের গােলে অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগা খেতাব জয়ের দৌড়ে শীর্ষস্থান ধরে রাখল

অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছিল। বছরের শেষে এলচের মতন দূর্বল দলের সঙ্গে খেলা অমীমাংসিতভাবে শেষ করে অ্যাটলেটিকো মাদ্রিদের সুযােগ বাড়িয়ে দিল।

অ্যাটলেটিকো মাদ্রিদ (ছবি: SNS Web)

সুযােগ করে দিল রিয়েল মাদ্রিদ কিছুটা লা লিগা খেতাব জয়ের দৌড়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে বেশ চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছিল। কিন্তু বছরের শেষে এলচের মতন দূর্বল দলের সঙ্গে খেলা অমীমাংসিতভাবে শেষ করে অ্যাটলেটিকো মাদ্রিদের সুযােগ কিছুটা বাড়িয়ে দিল।

এবং লুই সুয়ারেজের হেড থেকে করা গােলে অ্যাটলেটিকো মাদ্রিদ ( ১-০ ) গােলে গেটাফেকে জয় এনে দিল। এরফলে অ্যাটলেটিকো মাদ্রিদ চোদ্দ ম্যাচে পয়ত্রিশ পয়েন্ট সংগ্রহ করে নিল।

Advertisement

তবে গেটাফের বিরুদ্ধে খেলতে নেমে অ্যাটলেটিকো মাদ্রিদ খুব সহজেই জয় তুলে নিয়েছে সেটা কখনোই নয়। অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলারদের বেশ কঠিন লড়াই করে জয় তুলে নিতে হয়েছে। যেকোনাে সময় এই খেলাটাও রিয়েল মাদ্রিদের মতন অমীমাংসিতভাবে শেষ হতে পারত সেটা খেলার দৃশ্য দেখে মনে হচ্ছিল। যাইহােক অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটলারদের ভাগ্য ভালাে থাকায় তারা শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পেরেছে।

Advertisement

Advertisement