• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

স্বপ্নের অভিষেক অশ্বিনী কুমারের

যশপ্রীত বুমরা ও মিচেল স্টার্ককে আদর্শ বলে মানেন অশ্বিনী কুমার। বর্তমানে বুমরার চোটের কারণেই অশ্বনী সুযোগ পেয়েছেন বলে মনে করা হচ্ছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ উইকেট তুলে স্বপ্নের অভিষেক করলেন অশ্বিনী কুমার। ম্যাচের সেরাও হন তিনি। এই জয়ের ফলে আইপিএলে কোনও একটি দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়ল মুম্বই ইন্ডিয়ান্স। অশ্বিনীর এই অভিষেক নিয়ে তাঁর বাবা বলেন, ‘শীত-গ্রীস্ম-বর্ষা কখনই অশ্বনীকে মোহালির অ্যাকাডেমিতে যাওয়া আটকাতে পারেনি। কখনও কখনও তো ও সাইকেল নিয়েই ১১ কিলোমিটার দূর মোহালিতে পারি দিত।’ তাঁর আরও সংযোজন, ‘একটা সময় মাত্র ৩০ টাকা অটো ভাড়ার জন্য ওকে হাত পাততে হত। তাই যখন মহা নিলামে ৩০ লক্ষ টাকা পেয়েছিল, তার মূল্য আমরা বুঝতে পেরেছিলাম। ওর প্রত্যেকটা উইকেট দেখে আমার মনে পড়ছিল কষ্টের দিনগুলোর কথা।’

যশপ্রীত বুমরা ও মিচেল স্টার্ককে আদর্শ বলে মানেন অশ্বিনী কুমার। বর্তমানে বুমরার চোটের কারণেই অশ্বনী সুযোগ পেয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও এর আগে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসে ট্রায়াল দিয়েছিলেন। কিন্তু তখন চেন্নাই-কলকাতা-রাজস্থান তিনটে ফ্র্যাঞ্চাইজিই তাঁকে প্রত্যাখ্যান করে। আর এবার সেই নাইটদেরই তিনি হারালেন ৪ উইকেট নিয়ে।

News Hub