চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভমন গিলকে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছে। রোহিত শর্মাদের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন রবিচন্দ্রন অশ্বিন।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনে মতবিরোধ হয়েছে। দলের সহ-অধিনায়ক হিসাবে হার্দিক পাণ্ডিয়াকে চেয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক প্রধান অজিত আগরকরের পছন্দ ছিলেন শুভমন গিল। শেষ পর্যন্ত শুভমনকেই সহ-অধিনায়ক করা হয়েছে। রোহিতদের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। অর্থাৎ, গম্ভীরের পাশে থাকলেন না অশ্বিন।
অশ্বিন বলেন, ‘আমি ভাবছিলাম এখনকার দল থেকে আর কাকে সহ-অধিনায়ক করা যেত। আমি ঠিক বা ভুল সিদ্ধান্তের কথা বলছি না। শুভমন গত সিরিজেও সহ-অধিনায়ক ছিলেন। টেস্টেও এই দায়িত্বও পালন করেছেন। তাই আমার মনে হচ্ছে, ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন কর্মকর্তারা। এই সিদ্ধান্ত একেবারে সঠিক।’
শুভমনকে সহ-অধিনায়ক করে কর্মকর্তা স্পষ্ট করে দিয়েছেন তিনি প্রতিটি ম্যাচে খেলবেন। এই ভরসা শুভমনের দরকার ছিল বলে মনে করেন অশ্বিন। তাঁর কথায়, ‘সহ-অধিনায়কত্ব এমন কাউকে দেওয়া উচিত যার প্রথম একাদশে খেলা নিশ্চিত। কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন শুভমন খেলবেই। এই ভরসা ওর দরকার ছিল। ওকে যদি ভারত আগামী অধিনায়ক হিসাবে ভাবা হচ্ছে, তা হলে এখন থেকেই কোহলি, রোহিত, বুমরাদের কাছে ও শিখতে পারবে। তাতে শুভমনেরই ভাল হবে।’
২০২৪ সালে জ়িম্বায়োয়ে সিরিজে ভারতের অধিনায়ক ছিলেন শুভমন। সেই সিরিজ় ভারত ৪-১ জিতেছিল। পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিন ও টি-টোয়েন্টি দু’টি সিরিজেই সহ-অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু তার পরে টি-টোয়েন্টি দলে নিজের জায়গা হারান শুভমন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি নেই। ফলে সেখানে সহ-অধিনায়ক করা হয়েছে অক্ষর প্যাটেলকে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পেয়েছেন শুভমন। এখন দেখবার বিষয় তিনি কিভাবে সফল হতে পারেন।