মাসের সেরা খেলােয়াড় অশ্বিন

অশ্বিন (ছবি: SNS)

ব্যাট ও বল হাতে ঘরের মাঠে অসাধারণ পারফরমেন্স করে দেখানাের সুবাদে ফেব্রুয়ারি মাসে আইসিসি’র মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

সদ্য সমাপ্ত শেষ হওয়া সিরিজে অশ্বিন দ্বিতীয় দ্রুততম চারশােটি উইকেট সংগ্রহ করেছেন। এবং একটি সিরিজে সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়েছেন। এছাড়া ব্যাট হাতে একটি শতরানও করেছেন। তাই ফেব্রুয়ারি মাসের সেরা খেলােয়াড় তাকে নির্বাচিত করল আইসিসি।