• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

ভাজ্জিকে টপকে অশ্বিন নয়া মাইলস্টোন পার করলেন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের শেষদিনে নয়া মাইলস্টোন পার করে গেলেন ভারতীয় অফস্পিনার রবিচন্দন অশ্বিন। পিছনে ফেলে দিলেন হরভজন সিংকে।

রবীচন্দ্রন অশ্বিন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের শেষদিনে নয়া মাইলস্টোন পার করে গেলেন ভারতীয় অফস্পিনার রবিচন্দন অশ্বিন। পিছনে ফেলে দিলেন হরভজন সিংকে। সোমবার টম লাথামকে ফিরিয়ে দিয়ে অশ্বিন তার টেস্ট কেরিয়ারে ৪১৮ টি উইকেট সংগ্রহ করলেন।

টেস্ট ক্রিকেটে দেশের হয়ে সর্বাধিক উইকেট সংগ্রহ করার তালিকায় তৃতীয়স্থানে উঠে এলেন অশ্বিন। প্রথম দুই স্থানে রয়েছেন অনিল কুম্বলে ও কপিলদেব। ১০৩টি টেস্ট খেলে ৪১৭ টি উইকেট সংগ্রহ করেছিলেন হরভজন সিং।

মাত্র আশিটি টেস্ট ম্যাচ খেলে অশ্বিন ভাজ্জি টপকে গিয়ে আপতত তাঁর ঝুলিতে পুরে নিলেন ৪১৮টি উইকেট। প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেবকে পিছনে ফেলে দ্বিতীয়স্থানে উঠে আসতে অশ্বিনের প্রয়োজন মাত্র ষোলোটি উইকেটের।