চলে গেলেন অরূপ পাল

ফাইল চিত্র

কলকাতা ময়দানে ক্রীড়া সাংবাদিকতায় অরূপ পাল ভালো একটা জায়গা তৈরি করে নিয়েছিলেন। সেই অরূপ পাল মঙ্গলবার নিজ বাসভবনেই প্রয়াত হলেন। ছোটবেলা থেকেই খেলার প্রতি তাঁর অনুরাগ ছিল। তাই ক্রীড়া সাংবাদিকতায় নিজেকে নিয়োজিত করার চেষ্টা করেছেন বড় হয়ে। সেইভাবে দৈনিক পত্রিকায় কাজ না করলেও, আনন্দবাজার, আজকাল ও প্রাত্যহিক সংবাদে লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে বিভিন্ন টিভি চ্যানেলে কাজ করেছেন দক্ষতার সঙ্গে।

জীবনের শেষ দিন পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের মুখপত্র, ইস্টবেঙ্গল সমাচারের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। অরূপ ফুটবল, ক্রিকেট বাদেও ছোট ছোট ইভেন্টের খবরাখবর করতে ময়দানে ছুটে যেতেন। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের কার্যকরী সমিতির সদস্য হিসেবে বিভিন্ন কাজের দায়িত্ব নিয়ে সফল হয়েছিলেন। তাঁর কাছে কোনও সাংবাদিক অতীত দিনের কাগজ বা পত্রিকার প্রয়োজন হলে তাঁদের হাতে তা তুলে দিতেন। খড়দহের নিজ বাসভবনে এদিন প্রয়াত হন। তাঁর প্রয়াণে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।