• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

মারা গেলেন অরুণলালের মা

বাংলা দলের প্রধান কোচ অরুণলালের মা বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এরফলে চলতি সৈয়দ মুস্তাক ট্রফি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন অরুণলাল।

অরুণলাল (ছবি: IANS)

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে বাংলা দলের প্রধান কোচ অরুণলালের মা বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এরফলে চলতি সৈয়দ মুস্তাক ট্রফি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন অরুণলাল।

তার পরিবর্তে দলের দায়িত্ব সামলাবেন সৌরাশিস লাহিড়ি। অরুণলালের মা মারা যাওয়ায় গভীর শােকপ্রকাশ করেছেন সিএবির সভাপতি অভিষেক ডালমিয়া।

Advertisement

Advertisement

Advertisement