ডার্বিতে জয় পেল আর্সেনাল, বার্সেলোনার বড় জয়

ফাইল চিত্র

আর্সেনাল ও টটেনহ্যামের খেলা বলতেই উত্তর লন্ডনের ডার্বি ম্যাচ। দুই দলের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা দেখতে পাওয়া যায়। কে কাকে টেক্কা দেবে, তা নিয়ে বাতাস উত্তপ্ত হয়ে ওঠে। তাই আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পারের খেলায় টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। এবারে উত্তর লন্ডনের ডার্বি ম্যাচে সেই ছবি দেখতে পাওয়া গেল। আর্সেনাল তীব্র লড়াই শেষে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে ২-১ গোলের ব্যবধানে। কিন্তু বেশ চাপেই ছিল আর্সেনাল। তার প্রধান কারণ হল, আক্রমণের শুরুতেই টটেনহ্যাম হটস্পারের ফুটবলাররা যেভাবে ঝড় তুলেছিলেন, তাতে যে কোনও সময় বিপদ ঘটে যেতে পারত। অন্য দিকে, স্পেনের ঘরোয়া প্রতিযোগিতা কোপা দেল রে-তে রিয়াল বেটিসকে পাঁচ গোল দিল বার্সেলোনা।

সন হিউং মিনের গোলে ২৫ মিনিটে এগিয়ে গিয়েছিল টটেনহ্যামই। তাঁর শট আর্সেনালের এক ফুটবলারের গায়ে লেগে গোলের জালে জড়িয়ে যায়। পাল্টা আক্রমণে গোল পেয়ে উজ্জীবিত হয়ে যায় টটেনহ্যাম। তবে আর্সেনাল চাপ বজায় রাখে। বিরতির পাঁচ মিনিট আগে ডেক্লান রাইসের কর্নার থেকে গ্যাব্রিয়েলের হেড টটেনহ্যামের ডোমিনিক সোলাঙ্কের গায়ে লেগে গোল হয়ে যায়।

কয়েক মিনিট পরেই টটেনহ্যামের ভুলে বল পান মার্টিন ওডেগার্ড। তাঁর নিখুঁত পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। বিরতির পরে চাপ বজায় রাখলেও আর্সেনাল আর গোল করতে পারেনি। কাই হাভার্ৎজ এবং ওডেগার্ড একাধিক সুযোগ নষ্ট করেন।


আবার, স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে পাঁচ গোল দিয়েছিল বার্সেলোনা। এ বার তারা পাঁচ গোল দিল বেটিসকে। নজর কাড়লেন লেমিনে ইয়ামাল। একটি গোল করলেন। দু’টি গোল করালেন। গাভির গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। এর পর জুলস কুন্ডে, রাফিনহা, ফেরান তোরেস এবং ইয়ামাল গোল করেন। শুরু থেকে দাপট দেখিয়েছে বার্সেলোনা। রবার্ট লেয়নডস্কির মতো তারকা ফুটবলারকে বিশ্রাম দিয়েও বড় জয় তুলে নিল।