কোপা আমেরিকায় মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল

লায়োনেল মেসি। ফাইল চিত্র

বুয়েনস এয়ারস— আগামী ২৯ জুন থেকে কোপা আমরিকা কাপ ফুটবল প্রতিযোগিতা কাপ শুরু হতে চলেছে আমেরিকায়৷ ইতিমধ্যেই কোপা আমেরিকা ও দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলার জন্য ২৯ জনের আর্জেন্টিনা দল ঘোষণা করা হয়েছে৷ এই দলকে নেতৃত্ব দেবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি৷ কোপা আমরিকা ফুটবলে অংশ নেওয়ার আগে আর্জেন্টিনা দু’টি প্রীতি ম্যাচ খেলবে আগামী ৯ ও ১১ জুন৷ ঘোষিত আর্জেন্টিনা দলে ২০২২ সালে বিশ্বকাপ জয়ী দলের অনেককেই দলে রাখা হয়েছে কোপা আমেরিকা ফুটবলের জন্য৷

তবে তিনজনকে বাদ দেওয়া হয়েছে দল থেকে৷ অবশ্য কয়েকটি নতুন নাম রয়েছে দলে৷ বিশ্বকপের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দলে রাখা হয়েছে৷ যদিও তাঁর চোট রয়েছে৷ তাঁর সঙ্গে আরও দুই গোলরক্ষককে নেওয়া হয়েছে৷ তাঁরা হলেন জেরোনিমো রুলি এবং ফ্র্যাঙ্কো আরমানি৷
আক্রমণভাগে অধিনায়ক মেসির সঙ্গে থাকছেন লায়োতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ৷ দলে ডাক পেয়েছেন আলেয়ান্দ্রো গারনাচো৷ রয়েছেন অভিজ্ঞ অ্যঞ্জেল দি মারিয়া৷ তবে দলে রাখা হয়নি পাওলো ডিবালাকে৷ মেসি এখন আমেরিকার দল ইন্টার মায়ামির হয়ে খেলেন৷ সেই আমেরিকাতেই হতে চলেছে এবারের কোপা আমেরিকা ফুটবল৷ মোট ১৪টি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে৷