ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবলের হাল খুবই খারাপ। বেশ কয়েক বছর আগে ১০০তম স্থানে ভারতের জায়গা হলেও, তারপরে শুধু পিছিয়ে যাওয়া ছাড়া অন্য কোনও খবর নেই। আর এবারেও ফিফা র্যাঙ্কিংয়ে ভারত আরও দুই ধাপ নেমে গেল। ভারতের স্থান এখন ১২৬ নম্বরে। এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা, আর দ্বিতীয় স্থানে রয়েছে কিলিয়ান এমবাপের ফ্রান্স। তৃতীয় স্থানে স্পেন। স্পেন এবারের ইউরো চ্যাম্পিয়ন দল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের স্থান হয়েছে আট নম্বরে। তবে অনেকটাই হতাশ করেছে ব্রাজিল। নেইমারের ব্রাজিল পাঁচ নম্বরে এসেছে। আর দশ নম্বরে জায়গা পেয়েছে ইতালি।
ভারতীয় ফুটবল দলের অবনমন চলছে। নতুন কোচের হাত ধরে অন্তত ভারতীয় ফুটবল দলের উন্নতি হবে, এমনটা আশা করা হয়েছিল । কিন্তু প্রথম দুই ম্যাচেই তেমন কিছু করে দেখাতে পারেননি ম্যানোলো মার্কোয়েজ। তবে এখনই কোচের উপরে তির ছোঁড়া উচিত নয়, কারণ কোনও কোচের পক্ষেই দলের দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে দলের খোলনলচে একেবারে বদলানো সম্ভব নয়। তবে ইগর স্টিম্যাক যে জায়গায় রেখে গেছিলেন দলকে, তার থেকে সামান্য হলেও কিছুটা উন্নতির দরকার ছিল ভারতীয় ফুটবল দলের। কিন্তু আনোয়ার আলি, মনবীর সিং, ব্র্যান্ডনদের খেলায় সেই ছাপ দেখতে পাওয়া যায়নি। সেই কারণেই ভারতীয় ফুটবল দলকে আরও নীচে নেমে যেতে হল।
২১০টি ফুটবল খেলা দেশের মধ্যে ভারতীয় ফুটবল দল আগের থেকে আরও দুধাপ নেমে এবার এল ১২৬ নম্বরে। পিছোতে পিছোতে ভারত এই মূহূর্তে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাতে এখান থেকে ঘুরে দাঁড়াতে না পারলে,বিশ্বফুটবল মানচিত্রে ভারতীয় ফুটবলের অস্তিত্ব সংকটে শুধু নয়, ভারতীয় ফুটবলের নামই শোনা যাবে না। তাই ভারতীয় ফুটবলে আমূল পরিবর্তন আনতে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে নতুন কোচকে। প্রযুক্তিবিদ্যাকে আরও বেশি গুরুত্ব দিয়ে আধুনিকতায় ভারতীয় ফুটবলারদের প্রশিক্ষণ দিতে হবে।