• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

কলকাতা বাদে আর কোন ৩ দল প্লে অফ ম্যাচে, চলছে অঙ্ক কষা

নিজস্ব প্রতিনিধি— আইপিএল ক্রিকেটে প্রথম চার দলের মধ্যে কারা থাকবে, এই নিয়ে জোর টক্কর চলছে৷ তার মধ্যে অবশ্য কলকাতা নাইট রাইডার্স তাদের জায়গা পাকা করে নিয়েছে৷ কিন্ত্ত অন্য তিনটি দল কারা হবে, তা নিয়ে লড়াই চলছে সাতটি দলের মধ্যে৷ অবশ্য এর পিছনে অনেক অঙ্ক কষে খেলতে হচ্ছে অন্য দলগুলিকে৷ সেখানে কোনও দলের সুযোগ অনেকটা থাকলেও

নিজস্ব প্রতিনিধি— আইপিএল ক্রিকেটে প্রথম চার দলের মধ্যে কারা থাকবে, এই নিয়ে জোর টক্কর চলছে৷ তার মধ্যে অবশ্য কলকাতা নাইট রাইডার্স তাদের জায়গা পাকা করে নিয়েছে৷ কিন্ত্ত অন্য তিনটি দল কারা হবে, তা নিয়ে লড়াই চলছে সাতটি দলের মধ্যে৷ অবশ্য এর পিছনে অনেক অঙ্ক কষে খেলতে হচ্ছে অন্য দলগুলিকে৷ সেখানে কোনও দলের সুযোগ অনেকটা থাকলেও তবুও হলফ করে বলতে পারছে না তারাই শেষ চারের দলে নিজেদের নাম লেখাবে৷ আবার কোনও দলের সম্ভাবনা কম থাকলেও আশা ছাড়ছে না৷ সেখানেও কিন্ত্ত অনেক পরিকল্পনা করে যেমন তাদের খেলতে হবে, আবার অন্য দলের ফলাফলের দিকে চেয়ে থাকতে হবে৷ টানা পাঁটটি ম্যাচ জিতে প্লে অফের লড়াইয়ে ভালো জায়গায় রয়েছে বিরাট কোহলিদের রয়্যাল চ্যলেঞ্জার্স বেঙ্গালুরু৷ অন্যদিকে রাজস্থান দলকে হারিয়ে চেন্নাই সুপার কিংস আশার আলো দেখতে শুরু করেছে৷ এমনকি, আট নম্বরে থাকা গুজরাত টাইটানসও খাতা-কলমে প্লে-অফ ম্যাচের লড়াইয়ে হারিয়ে যায়নি৷

সেই কারণে সামনের আটটি ম্যাচের ফলাফলের উপরে প্লে অফ ম্যাচের খেলার হিসেবনিকেশ হবে৷ তার ফলেই বোঝা যাবে, শেষ পর্যন্ত কেকেআর বাদে অন্য তিনটি দল কারা হবে৷ মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জব কিংস দল প্লে অফ ম্যাচ থেকে আগেই ছিটকে গিয়েছে৷ কলকাতা নাইট রাইডার্স সোমবার খেলতে নামার আগে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আইপিএল ক্রিকেটে প্লে অফ ম্যাচে খেলার ছাড়পত্র নিজেদের হাতে তুলে নিয়েছে৷ কেকেআর যদি বাকি দু’টি ম্যাচ হারে এবং হায়দরাবাদের তাদের বাকি দু’টি ম্যাচ জিতে যায়, তাহলে দু’দলের পয়েন্ট একই জায়গায় অবস্থান করবে৷ সেক্ষেত্রে লিগ টেবলে নেট রান রেটে কলকাতার স্থান হয়ে যাবে দ্বিতীয় স্থানে৷ রাজস্থান রয়্যালস ১২ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে৷ পরপর তিনটি ম্যাচে হেরে গিয়েও রাজস্থান পয়েন্টের তলিকায় শীর্ষে থাকার সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তাদের প্রথম দুইয়ে থাকার সম্ভাবনাও রয়ে গেছে৷

যদি রাজস্থান বাকি দু’টি ম্যাচে হারে তাহলে চেন্নাই ও হায়দরাবাদের সঙ্গে একই পয়েন্টে থাকবে৷ তারপরে নেট রানরেটের বিচারে রাজস্থান প্লে অফ ম্যাচে খেলার সুযোগও পেতে পারে৷ চেন্নাই সুপার কিংস ইতিমধ্যে ১৩টি ম্যাচ খেলে ফেলেছে৷ তাদের সংগ্রহে ১৪ পয়েন্ট৷ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই দল শেষ চারে ওঠার সম্ভাবনা এখনও রয়েছে৷ ধোনিদের নেট রানরেট কেকেআরের পরেই সবচেয়ে ভালো৷ অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ ১২ ম্যাচে ১৪ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে৷ এক ম্যাচ কম খেলায় চেন্নাইয়ের থেকে হায়দরাবাদ প্রথম চারে খেলার সম্ভাবনা বেশ ভালো৷ কলকাতা ও রাজস্থানের সঙ্গে তাদের একই পয়েন্টে শেষ করার সম্ভাবনা রয়েছে৷ কিন্ত্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৩টি ম্যাচ খেলে ফেলেছে৷ তাদের সংগ্রহে ১২ পয়েন্ট৷ শেষ ম্যাচ জিততে পারলে কোহলিরা প্লে অফ ম্যাচের সম্ভাবনা থাকবে ৪০ শতাংশ৷ তখন আরও পাঁচটি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ করার সম্ভাবনা রয়েছে তাদের৷ এক্ষেত্রে কোহলিদের নেট রান রেট বাড়ায় এই সুযোগটা রয়েছে৷ দিল্লি ক্যাপিটালস ১২ পয়েন্ট পেয়েছে ১৩ ম্যাচে৷ দিল্লির প্লে অফ ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে ৩১.৩ শতাংশ৷ তিন থেকে পাঁচটি দলের সঙ্গে তারা একই পয়েন্টে খেলা শেষ করবে৷ এক্ষেত্রেও দেখতে হবে নেট রানরেট কোন জায়গায় আছে৷ লখনউ সুপার জায়ান্টস ১২ ম্যাচে ১২ পয়েন্টে পেয়েছে৷ একটি ম্যাচ কম খেলেছে৷ প্লে অফ খেলার সম্ভাবনা রয়েছে তাদের ৫৬ শতাংশ৷ তিনটি দলের সঙ্গে একই পয়েন্টে তারা খেলা শেষ করবে৷ গুজরাত টাইটানস মাত্র ১০ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে ১২ ম্যাচ খেলে৷ প্লে অফ ম্যাচে খেলা তাদের সম্ভাবনা খুবই সীমিত৷ তবুও চার বা পাঁচটি দলের সঙ্গে একই পয়েন্টে খেলা শেষ করার সম্ভাবনা রয়েছে৷ তবে গুজরাটের নেট রান কম থাকায় সুযোগটা কোনওভাবেই বড় করে দেখাবে না৷