• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

মাতৃহারা আরও এক ক্রিকেটার

ঘটনাটা এখনও দগদগে ঘায়ের মতন ক্ষত হয়ে আছে। মাত্র চোদ্দদিনের মধ্যে করােনায়। আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ভেদার মা ও বােন।

প্রতীকী ছবি (File Photo: iStock)

ঘটনাটা এখনও দগদগে ঘায়ের মতন ক্ষত হয়ে আছে। মাত্র চোদ্দদিনের মধ্যে করােনায়। আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ভেদার মা ও বােন। এবার আরাে এক ভারতীয় মহিলা ক্রিকেটার মাতৃহারা হলেন। করােনায় আক্রান্ত হয়ে এবার প্রয়াত গেলেন প্রিয়া পুনিরায় মা।

মঙ্গলবার প্রিয়া তার মা বাবার সঙ্গে একাধিক ছবি নিজের ইনস্টাগ্রামে পােস্ট করেছন। শােকস্তব্ধা প্রিয়া পুনিয়া টুইটারে লেখেন, বড় একা হয়ে গেলাম। মা, আজ আমি এখন বুঝতে পারছি কেন তুমি আমায় বসময় শক্ত হতে বলতে।

কারণ তুমি জানতে একদিন তােমাকে হারানাের ধাক্কাটা সহ্য করার মতাে মতাে আমার যেন শক্তি থাকে। তুমি যেখানেই থাক সুস্থ থাক ও ভালাে থাক মা। আমি জানি তুমি সবসময় আমার আশে পাশেই থাকবে। এবং আমাকে সবরকম বিপদের হাত থেকেও আমায় রক্ষা করবে।

News Hub