বিশ্বকাপের দল ঘোষণা হতেই আইপিএলে জোর ধাক্কা

নিজস্ব প্রতিনিধি— আইপিএল খেলা চলাকালীন যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিভিন্ন দেশ তাদের দল ঘোষণা করেছে, তার ফলে বিরাট ধাক্কা আইপিএল ক্রিকেটে৷ তার জন্য বেশ কয়েকটি দলের চিন্তা বেড়ে গেল৷ বিশেষ করে যে সমস্ত খেলোয়াড়রা দারুণ ফর্মে রয়েছেন, তাঁরা আর আইপিএল ক্রিকেটের প্লে অফ ম্যাচে খেলার সময় পাবেন না৷ কয়েকদিনের মধ্যেই সেইসব ক্রিকেটারদের দেশে ফিরে যেতে হবে৷ সবচেয়ে বড় ধাক্কা খেল কলকাতা নাইটরাইডার্স৷ চলতি আইপিএল ক্রিকেটে দারুণ ফর্মে থাকা ফিল সল্টকে কয়েকদিনের মধ্যেই দেশে ফিরে যেতে হবে৷ কলকাতা নাইটরাইডার্স প্লে অফ ম্যাচ খেলার সময় সল্টকে পাবেন না৷ ইতিমধ্যেই গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে৷ ১৫ জনের দলে ফিল সল্টকে রাখা হয়েছে প্রথম সারিতেই৷

উইকেটরক্ষক ও ব্যাটসম্যান হিসেবে ফিল সল্ট এখন সবার নজর কেড়ে নিয়েছেন৷ বিশ্বকাপের আগেই পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড দল চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে৷ বোর্ড জানিয়েছে, বিশ্বকাপ দলে যাঁরা রয়েছেন, তাঁদের প্রত্যেককেই এই সিরিজে খেলতে হবে৷ সেই কারণেই আইপিএল ক্রিকেটে যে সমস্ত ক্রিকেটার রয়েছেন, তাঁদের দেশে ফিরে যেতে হবে৷ আগামী ২২ মে থেকে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে৷ খেলা চলবে ৩০ মে পর্যন্ত৷ আগামী ২ জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে৷

আইপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ হবে ১৯ মে৷ কলকাতা ও রাজস্থানের শেষ ম্যাচ সেইদিনই৷ প্লে অফ শুরু হবে ২১ মে থেকে৷ অর্থাৎ সল্টকে কোনওভাবেই প্লে অফ ম্যাচে পাওয়া যাবে না৷ তার আগেই তিনি দেশে ফিরে যাবেন৷ ১৯ মে কেকেআরের শেষ ম্যাচে সল্ট খেলতে পারবেন না, তা স্পষ্ট৷ সেক্ষেত্রে কেকেআরের প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে রহমানুল্লাহ গুরবাজকে৷ এখানে উল্লেখ করা যেতে পারে, ফিল সল্টের ব্যাট থেকে প্রচুর রান এসেছে আইপিএল ক্রিকেটে৷ তাই কেকেআর তাঁর অভাবটা বুঝতে পারবে, যখন তিনি আর প্রথম একাদশে আর খেলবেন না৷


শুধু কেকেআর দলের নয়, ইংল্যান্ডের সব ক্রিকেটাররাই আর অল্প কিছুদিনের মধ্যেই দেশে উড়ে যাবেন৷ যেমন রাজস্থান রয়্যালসের অন্যতম সেরা ব্যাটসম্যান যশ বাটলার, পাঞ্জাব কিংসের জনি বেয়ারস্টোককেও চলে যেতে হবে দেশে৷ সঙ্গে যাবেন লিয়াম লিভিংস্টোন ও স্যাম ক্যারেনরা৷