নিজস্ব প্রতিনিধি— এবারে আইসিসি বড় দায়িত্ব দিল ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংকে৷ এর আগে অবশ্য ক্রিস গেইল ও উসেইন বোল্টকে দায়িত্ব দেওয়া হয়েছিল আইসিসি’র তরফ থেকে৷ ঘটনাচক্রে বলা যায়, ২০০৭ সালে বিশ্বকাপ ক্রিকেটে ভারতের যুবরাজ সিং ৬ বলে ছ’টি ছক্কা মেরেছিলেন৷ আজও সেই খেলা সবাইকে মনে করিয়ে দেয়৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩৬ দিন আগে আইসিসি’র পক্ষ থেকে যুবরাজকে অ্যাম্বাসাডার বলে ঘোষণা করা হল৷ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে এই ঘোষণার পরেই যুবরাজ সিং নিজেও খুব আপ্লুত৷ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অনেক সুখকর মুহূর্ত রয়েছে যুবরাজের৷ তার মধ্যেই অন্যতম ৬ বলে ছ’টি ছক্কা মারা৷ যুবরাজ তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, বিশ্বকাপের সঙ্গে যুক্ত হওয়ায় আমি নিজে খুব গর্ব অনুভব করছি৷ খুব ভালো লাগছে এবারের বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় হতে চলেছে৷ সেই জন্য আরও বেশি উৎফুল্ল হচ্ছি৷ তিনি আরও বলেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আদর্শ জায়গা৷ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বের তারকা ক্রিকেটাররা জন্ম নিয়েছেন৷ ওখানকার নাগরিকরা ক্রিকেটকে দারুণভাবে ভালোবাসেন৷ পাশাপাশি, এটাও ঠিক, আমেরিকায় প্রথমবার এত বড় একটা প্রতিযোগিতা হতে চলেছে৷ এর ফলে ক্রিকেটের উন্নতি হবে বলে বিশ্বাস করি৷
আইসিসি’র জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফার্লং বলেছেন, ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের অ্যাম্বাসাডার হিসেবে ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংকে পেয়ে আমরা প্রত্যেকেই গর্বিত৷ টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে যুবরাজের নামটা সমার্থক৷ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম একজন ক্রিকেটার, যিনি ৬ বলে ছ’টি ছক্কা মেরেছিলেন৷ সেই ছক্কাই টি-টোয়েন্টি ক্রিকেটের চরিত্র একেবারে বদলে দিয়েছে৷ আমরা জোর গলায় বলতে পারি ক্রিস গেল ও উসেইন বোল্টের পরে যুবরাজের মতো ক্রিকেটারকে এই ভূমিকায় দেখা যাবে, তা আমাদের কাছে অত্যন্ত সুখকর বার্তা৷ আগামী ১ জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে৷ চলবে ২৯ জন পর্যন্ত৷ ২০টি দল ৯টি মাঠে মোট ৫৫টি ম্যাচ খেলবে৷ সবচেয়ে শিহরণ জাগানো ম্যাচ হবে আগামী ৯ জুন৷ ওইদিন ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান৷ খেলাটি হবে নিউইয়র্কে৷