হারিয়ে গেলেন অলোক নন্দী

কলকাতা ময়দানে ক্রীড়া সংগঠক হিসেবে সবার কাছে পরিচিতি পেয়েছেন অলোক নন্দী। দীর্ঘদিন সিএবি-র সহসভাপতি পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। আইএফএ গভর্নিং বডির সদস্যও ছিলেন। বাংলা খেলাধূলোর কিভাবে উন্নতি করা যায় তার জন্য সব সময় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তাঁর নিজের ক্লাব আইবিএসই।

কিছুদিন ধরেই অসুস্থতার কারণে মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিলেন। গত দু’দিন তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার মহেশতলায় গঙ্গার পাড়ে তাঁর মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এই খবর মদয়দানে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে এল।