• facebook
  • twitter
Sunday, 12 January, 2025

অল রাউন্ডার রবীন্দ্র জাদেজার এবার রাজনীতির ময়দানে পা

তিনি পাকাপাকিভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে গেলেন।

ভারতীয় ক্রিকেট দলের পয়লা নম্বর ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এবারে নতুন ইনিংস শুরু করতে চলেছেন। এই অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা রাজনীতিতে পা রাখলেন। স্ত্রী রিভাবার পথ ধরেই ভারতীয় জনতা পার্টির সদস্য হলেন রবীন্দ্র জাদেজা। এখানে উল্লেখ করা যেতে পারে, জাদেজার স্ত্রী রিভাবা গুজরাতের জামনগর কেন্দ্রের বিজেপির বিধায়ক। জাদেজার স্ত্রী নিজেই জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই রবীন্দ্র জাদেজার সঙ্গে কথাবার্তা চলছিল রাজনীতিতে অংশ নেওয়ার ব্যাপারে। তারপরেই তিনি সিদ্ধান্ত নেন ভারতীয় জনতা পার্টির সদস্য হিসেবে সমাজে কাজ করতে চাই। তবে রাজনীতিতে যোগদানের আগেই তিনি স্ত্রীর হয়ে জামনগরের প্রচারেও ছিলেন। এমনকি, স্ত্রীর রোড শো’তে অংশ নিয়েছিলেন। এবারে তিনি পাকাপাকিভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে গেলেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে রবীন্দ্র জাদেজা স্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের পরেই রবীন্দ্র জাদেজা ঘোষণা করেন তিনি আর টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট খেলায় অংশ নেবেন না। অর্থাৎ টি-টোয়েন্টি ফরম্যাটকে তিনি বিদায় জানালেন। তখন অনেকেই ভেবেছিলেন হয়তো আবার তিনি অবসর ভেঙে ক্রিকেট খেলতে আসবেন। কিন্তু রাজনীতিতে যোগ দেওয়ার পরে রবীন্দ্র জাদেজা আর ইচ্ছা প্রকাশ করছেন না টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার ভাবনায়। ভারতের হয়ে তিনি ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং ৫১৫ রান করেছেন। তাছাড়াও এই ফরম্যাটে ৫৪টি উইকেটও তাঁর দখলে রয়েছে। এমনকি এক ম্যাচে সেরা পারফরম্যান্স বলতে ১৫ রানে ৩ উইকেট নেওয়া। তবে টি-টোয়েন্টি না খেললেও ভারতের হয়ে তিনি একদিনের ক্রিকেট ম্যাচ ও টেস্ট খেলবেন বলে জানিয়ে দিয়েছেন।