• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

চেন্নাই রেসে সবকটাই কাপের বাজি

২০২৫ সালে সিডিউল ছিল মহীশূরে

প্রতিনিধিত্বমূলক চিত্র

শনিবার চেন্নাই ঘোড়দৌড়ে বহু প্রতীক্ষিত ১২০০ মিটারে ‘স্প্রিন্টারস কাপ’ এবং ৩০০০ মিটারের ‘স্টেয়ারস কাপ’। গত বছর এই বাজিগুলি কলকাতায় হয়েছিল। প্রত্যেক পাঁচ বছর অন্তর এক-একটি টার্ফ ক্লাব এই রেসগুলো স্পনসর করে।

২০২৫ সালে সিডিউল ছিল মহীশূরে হওয়ার। কিন্তু চেন্নাই রেস ক্লাবের স্টুয়ার্টদের অনুরোধে এই বছর চেন্নাইতে হচ্ছে। স্প্রিন্টারস কাপে ‘টাইম অ্যান্ড টাইড’ এবং স্টেয়ারস কাপে ‘ট্রুথ’ ঘোড়া দু’টির জেতার সম্ভাবনা উজ্জ্বল।

মতামত
প্রথম বাজি— ১.৩০ মি., ধনতেরাস ১, ডেজার্ট গডেস ২, বোল্ড বিউটি ৩
দ্বিতীয় বজি— ২.০০টা, ডেজার্ট কিংডম ১, কিং কে ২, স্টার অনার ৩
তৃতীয় বাজি— ২.৩০ মি., লাইটিনং ব্লিজ ১, থেসালিয়ান ২, কসেটি ৩
চতুর্থ বাজি— ৩.০০টা, ইন্সপায়ার ১, চাট ২, বুস্টার ৩
পঞ্চম বাজি— ৩.৩০ মি., টাইম অ্যান্ড টাইড ১, মেরোপি ২, মিস আমেরিকান পাই ৩
ষষ্ঠ বাজি— ৪.০০টা, মাদারস গ্রেস ১, ভারত ২, রয়েল ডিকেন্ডার ৩
সপ্তম বাজি— ৪.৩০ মি., ট্রুথ ১, ট্রিভালিয়াস ২, মেসকালিতো ৩
অষ্টম বাজি— ৫.০০টা, পারফেক্ট লিজেন্ড ১, ডিসাইপেল ২, চারুকলা ৩
দিনের সেরা— পারফেক্ট লিজেন্ড