আর কয়েকদিন বাদেই চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট শুরু হচ্ছে। তার আগেই চোট ও নানা কারণে জর্জরিত অস্ট্রেলিয়া। আর এবারে অস্ট্রেলিয়া শিবির বড় ধাক্কা খেল শ্রীলঙ্কার কাছে। অস্ট্রেলিয়া শিবিরে এখন শুধুই হতাশা আর ব্যর্থতা। শ্রীলঙ্কার মাটিতে লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার। শুক্রবার শেষ একদিনের ম্যাচে ১৭৪ রানে হেরে যায়। কলম্বোয় ২৮২ রান তাড়া করতে নেমে মাত্র ১০৭ রানে অলআউট হয়ে যায় স্টিভ স্মিথরা। এশিয়া উপমহাদেশে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর।
মাত্র ২৮ রানে শেষ ৭ উইকেট হারায় অজিরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ফলাফল অজির ক্রিকেটারদের মনোবলে ধাক্কা দিল। অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, ‘এই রেজাল্ট আমরা চাইনি। আমরা একাধিক খেলোয়াড়কে সুযোগ দিয়েছি। তবে শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতেই হবে। ওদের সিরিজ জয় প্রাপ্য। আমরা কলম্বোতে একটু সমস্যায় পড়েছি। ওদের বোলাররা অসাধারণ বল করেছে।’ তিন উইকেট তুলে নেন আসিথা ফার্নান্দো। বাকি কাজটা সারে স্পিনাররা। চার উইকেট নেন দুনিথ ওয়েল্লালাগে। ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার তিন। ২-০ তে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা।