• facebook
  • twitter
Tuesday, 5 November, 2024

রোহিত ও কোহলিদের বয়স নিয়ে ভাবতে হবে: শ্রীকান্ত

কোহলি এখনও লাল বলের ক্রিকেট চালিয়ে যেতে পারেন। এমনই ভাবনার কথা বলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করছেন । তবে তিনি বলেছেন অস্ট্রেলিয়া সফরে রোহিত ছন্দে ফিরবেন।

ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত। ফাইল চিত্র

দল যখন ব্যর্থ হয় তখন সবাই খেলোয়াড়দের উপর চাপ সৃষ্টি করে নানাভাবে বিরক্ত করতে থাকেন। নানারকম অজুহাত দিয়ে কাটা ঘায়ে নুনের ছিঁটে দিতে সমালোচকরা কথা বলতে সক্রিয় হয়ে ওঠেন। এমনই ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ভারত দুরমুশ হওয়ার পরেই। সামনেই রয়েছে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর। ভারতকে প্রথম টেস্ট খেলতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২ নভেম্বর। শোনা যাচ্ছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে আর টেস্ট অঙ্গনে নাও দেখা যেতে পারে। তবে রোহিতকে শুধু এক দিনের ক্রিকেটে দেখা যেতে পারে অস্ট্রেলিয়া সফর শেষে।

তবে কোহলি এখনও লাল বলের ক্রিকেট চালিয়ে যেতে পারেন। এমনই ভাবনার কথা বলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করছেন । তবে তিনি বলেছেন অস্ট্রেলিয়া সফরে রোহিত ছন্দে ফিরবেন। আর যদি ব্যাটে তিনি ব্যর্থ হন তাহলে অবসর নেবেন টেস্ট ক্রিকেট থেকে। একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন না। বিরাট কোহলির অস্ট্রেলিয়া সফরে দুরন্ত ব্যাটিং করবেন বলে বিশ্বাস।

সকলের মতোই হতাশ শ্রীকান্ত। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ় হার মেনে নিতে পারছেন না। তিনি হতাশ রোহিত, কোহলির পারফরম্যান্স নিয়েও। এই দুই তারকা ক্রিকেটারের বয়স কিন্তু একটা কথা বলছে। সেটাও মনে রাখতে হবে।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরামর্শ দিলেও রোহিতের পরামর্শ করেছেন শ্রীকান্ত। ভারতের প্রাক্তন অধিনায়কের বক্তব্য, ‘‘রোহিতের মধ্যে সাহস, সততা আছে। গোটা সিরিজে খারাপ খেলেছে এবং খারাপ নেতৃত্ব দিয়েছে, এটা সরাসরি স্বীকার করে নিয়েছে। এটা ভাল। যে কোনও খেলোয়াড়ের ফর্মে ফেরার জন্য এই উপলব্ধিটাই সব কিছুর আগে প্রয়োজন। নিজের ভুলগুলো মেনে নেওয়া গুরুত্বপূর্ণ। মানুষ হিসাবেও এই গুণ থাকা দরকার। রোহিত নিজের খামতিগুলো প্রকাশ্যে স্বীকার করছে মানে, ফর্মে ফেরার প্রক্রিয়া শুরু করে দিয়েছে।’’ শ্রীকান্তের অভিমত, রোহিত-কোহলির মতো রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজাকেও ভাবতে হবে বয়স একটা সংশয় তৈরি করে।