দুর্গাপুরে বয়সভিত্তিক জাতীয় দাবা শেষ হল

প্রতীকী চিত্র

৩৭তম জাতীয় দাবা অর্নুর্ধ ১৩ বয়সভিত্তিক দাবা চ্যাম্পিয়ানসিপ শেষ হোল দুর্গাপুরের সিধুকানু ইন্ডোর স্টেডিয়ামে। ২৮টি রাজ্য থেকে ওপেনে ২৪৭ জন ও মেয়েদের ১৩৭ জন প্রতিযোগিতায় অংশ নেন। ১১ রাউন্ড খেলার শেষে ওপেন এ চ্যাম্পিয়ান হয় বিহারের রেহান মহম্মদ, সে ৯পয়েন্ট করেছে। পুরস্কার মূল্য ৮০০০০টাকা। মেয়োদের চ্যাম্পিয়ান হয়েছে তেলেঙ্গনার সারন্য দেবী নরহরি,পয়েন্ট পেয়েছে ৯। পুরস্কার মূল্য ৮০০০০টাকা।

এধরনের চ্যাম্পিয়নসিপ সাধারণত কলকাতায় হয়ে থাকে। এবার দুর্গাপুরের হওয়ায় জেলা স্তরে দাবাড়ুরা অনুপ্রাণিত হয়েছে।

সারা বাংলা দাবা সংস্থার উদ্দেশ্য ছিল দাবাকে জেলা স্তরে ছড়িয়ে দেওয়া। কলকাতার পরে উত্তরবঙ্গে দাবা র্চচার পীঠস্থান। এখন দক্ষিণবঙ্গেও দাবার প্রসার ঘটেছে। প্রত্যন্ত গ্রামথেকে মেধাবী ছেলেমেয়েকে দাবাতে আছেন। আগে যেখানে মাসে একটা টুর্নামেন্ট হোত সেখানে সপ্তাহে ২/৩টা টুর্নামেন্ট হচ্ছে। প্রতিটি প্রতিযোগিতায় অংশ গ্রহন সংখ্যা ৩০০র উপরে।


পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া ও অনেক সম্মানীয় ব্যক্তি।