ভারতীয় মহিলা ক্রিকেট দলের সর্বকালের সেরা ব্যাটার মিতালি রাজ অবসর নেওয়ার পর ভারতীয় মহিলা ক্রিকেট দল এই প্রথম কোন প্রতিযোগিতায় খেলতে চলছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু করতে চলেছে ভারত নতুন অধিনায়ক হরমনপ্রীত কৌরের নেতৃত্বে।
তিনটি এক দিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
সিরিজ শুরু হবে এই ২৩ জুন থেকে টি-২০ ম্যাচ দিয়ে। ২৩ থেকে ২৭ জুন তিনটি টি-২০ ম্যাচ ডাম্বুলাতে হবে। পরে পাল্লেকেলেতে তিনটি এক দিনের ম্যাচ হবে ১লা থেকে ৭ই জুলাই পর্যন্ত।
এক দিনের সিরিজটি আবার আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। এই ১৯শে জুন সিরিজ খেলতে শ্রীলঙ্কা গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
ভারতীয় মহিলা এক দিনের দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া, এস মেঘনা, দীপ্তি শর্মা, পুনম যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, সিমরণ বাহাদুর, রিচা ঘোষ, পুজা বস্ত্রকর, মেঘনা সিংহ, রেণুকা সিংহ, তানিয়া ভাটিয়া ও হরলীন দেওল।