১৫ বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট জয় বাংলাদেশের

ফাইল চিত্র

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। ২৮৭ রানের লক্ষ্য ছিল ওয়েস্ট ইন্ডিজের। সাবাইনা পার্কে দাপট দেখালেন বাংলাদেশি পেসার তাইজুল ইসলাম। তাইজুলের দাপটেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ১০১ রানে জিতল বাংলাদেশ। ১৮৫ রানে অলআউট হয়ে গেল তারা। দু’টি সেশনও পুরো খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের মাটিতে শেষ সাতটি টেস্টেই হেরেছিল বাংলাদেশ। এই সিরিজের প্রথম ম্যাচে অ্যান্টিগুয়াতেও হেরেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টেস্টে জয় তুলে নিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেলেন তাইজুল। বিদেশের মাটিতে শেষ আড়াই বছরে এটাই তাইজুলের সেরা পারফরম্যান্স। ২০১৪ সালে টেস্ট অভিষেকের পর থেকে ওয়েস্ট ইন্ডিজেরর মাটিতেও এটাই তাইজুলের সেরা বোলিং।

প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়ে যায় মাত্র ১৬৪ রানে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ১৪৬ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে জাকের আলির ৯১ রানের সৌজন্যে ২৬৮ রান তোলে বাংলাদেশ। ২৮৭ রানের লক্ষ্য ছিল ওয়েস্ট ইন্ডিজে সামনে। কিন্তু তাইজুলের দাপটে ক্যারিবিয়ানরা শেষ হয়ে গেল ১৮৫ রানে। বাংলাদেশ জিতল ১০১ রানে।