• facebook
  • twitter
Friday, 22 November, 2024

গাভাসকারের মতে ফাইনালে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া

মুম্বই— টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা আগামী রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে আমেরিকায়৷ অবশ্য এবারে এই প্রতিযোগিতা যৌথভাবে সংগঠিত করছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ৷ ইতিমধ্যেই ভারতীয় দল নিউইয়র্কে পৌঁছে গিয়েছেন৷ শুধু তাই নয়, অনুশীলন করছে জোরকদমে৷ ভারত প্রস্ত্ততি ম্যাচ খেলবে শনিবার বাংলাদেশের সঙ্গে৷ ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে৷ আর পাকিস্তানের সঙ্গে খেলবে ৯ জুন৷

মুম্বই— টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা আগামী রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে আমেরিকায়৷ অবশ্য এবারে এই প্রতিযোগিতা যৌথভাবে সংগঠিত করছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ৷ ইতিমধ্যেই ভারতীয় দল নিউইয়র্কে পৌঁছে গিয়েছেন৷ শুধু তাই নয়, অনুশীলন করছে জোরকদমে৷ ভারত প্রস্ত্ততি ম্যাচ খেলবে শনিবার বাংলাদেশের সঙ্গে৷ ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে৷ আর পাকিস্তানের সঙ্গে খেলবে ৯ জুন৷ অর্থাৎ হাইভোল্টেজ ম্যাচ বলতেই ভারত ও পাকিস্তান৷ এই ম্যাচকে ঘিরে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করবেন৷ টি-টোয়েন্টি ফাইনালে ভারত কি লড়াই করতে পারবে? এই ভাবনাতেই ক্রিকেট মহল এখন মুখর হয়ে উঠেছে৷ বিশেষ করে একদিনের ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেটে ভারত ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েও খেতাব তুলে নিতে পারেনি ঘরের মাঠে৷ অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে৷ ভারতের অধিনায়ক রোহিত শর্মার হাতে ওই ট্রফি শোভা না পেলেও, এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় রয়েছে রোহিত ব্রিগেড৷ রোহিতও চাইছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ভারতকে গর্বিত করার৷

গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ইংল্যান্ড৷ তবে এবারে এই দু’টি দল কোনওভাবেই ফাইনালে খেলার ছাড়পত্র পাবে না বলে বড় গলায় মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার৷ তিনি মনে করেন, ফাইনালে আবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ভারত৷ অর্থাৎ ৫০ ওভারের ফাইনালে যে মঞ্চ তৈরি হয়েছিল, সেই মঞ্চই আবার দেখতে পাওয়া যাবে৷ ২০০৭ সাল থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে৷ তার মধ্যে ভারত ও অস্ট্রেলিয়া পাঁচবার মুখোমুখি হয়েছিল৷ ভারত জিতেছে তিনবার৷ ২০০৭ সালে বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ফাইনালে উঠেছিল৷ আর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত৷ অবশ্য এবারে ভারত ও অস্ট্রেলিয়া আলাদা আলাদা গ্রুপে রয়েছে৷ যদিও নিজেদের গ্রুপ থেকে সুপার আটে ওঠে, তাহলে ২৩ জুন দুই দল মুখোমুখি হবে৷ আর সেই খেলা হবে বার্বাডোজে৷