• facebook
  • twitter
Thursday, 26 December, 2024

দ্রুততম শতরান করার নজির অভিষেকের

আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে ভালো খেলার সুবাদে ভারতীয় দলে অভিষেক হয়েছে অভিষেক শর্মার। ইতিমধ্যেই তিনি ভারতের হয়ে একটি শতরান ও একটি অর্ধ শতরান করে ফেলেছেন।

ফাইল চিত্র

ঘরোয়া ক্রিকেটে একের পর এক নজির দেখাটা কোন অসম্ভব ব্যাপার নয়। এই রেকর্ড হচ্ছে, আবার সেই রেকর্ড ভেঙে দিয়ে কোনও ক্রিকেটার বড় ভূমিকা নিয়ে এগিয়ে আসছেন। আর এবারে দ্রুততম শতরান করার রেকর্ড গড়োর কৃতিত্ব দেখালেন পাঞ্জাবের ব্যাটসম্যান অভিষেক শর্মা। বৃহস্পতিবার মেঘালয়ের বিরুদ্ধে এই নজির গড়লেন পাঞ্জাবের তরুণ ক্রিকেটার। তিনি আবার সূর্যকুমার যাদবের রেকর্ডকে টপকে গেলেন।

গত ২৭ নভেম্বর সৈয়দ মুস্তাক আলি ক্রিকেটে ত্রিপুরার বিরুদ্ধে ২৮ বলে শতরান করেছিলেন গুজরাতের উর্বিল প্যাটেল। তিনি ৩৫ বলে অপরাজিত ছিলেন ১১৩ রান করে। তাঁর ব্যাট থেকে এসেছিল ১২টি ছক্কা। তাঁর দাপটে প্রায় ১০ ওভার বাকি থাকতেই ১৫৬ রান তাড়া করে গুজরাত জয় তুলে নিয়েছিল। সেই কাজটি এবারে একইভাবে করলেন পাঞ্জাবের অভিষেক। মেঘালয়ের বিরুদ্ধে ১৪৩ রান তাড়া করে ৯.৩ ওভারে সেই রান টপকে গেল পাঞ্জাব। পাঞ্জাবের এই জয়ের পিছনে বড় ভূমিকায় ছিলেন অভিষেক শর্মা। অভিষেক ২৯ বলে ১০৬ রান করে পাঞ্জাবকে জয় উপহার দিয়ে দেন। অবশ্য তাঁর ব্যাট থেকে এসেছে ১১টি ছক্কা ও আটটি চার।

অর্থাৎ বলতেই পারা যায়, তাঁর ব্যাট থেকে ১০৬ রানের মধ্যে ৯৮ রান এসেছে বাউন্ডারি থেকে। চলতি বছরে আর তিনটি ইনিংসে ৮৬টি ছক্কা মেরেছেন অভিষেক। এর আগে এই নজিরটি ছিল টি-টোয়েন্টি ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের। ২০২২ সালে ৪১টি ইনিংসে তিনি ৮৫টি ছক্কা মেরেছিলেন। সেই নজির ভেঙে দিয়ে এগিয়ে গেলেন অভিষেক। এখনও তিনি খেলবেন। তাই এ ক্যালেন্ডারেই বছরে ১০০ ছক্কা মারার সুযোগ রয়েছে অভিষেকের।

এই ট্রফিতে দ্রুততম শতরানের রেকর্ড ছিল ঋষভ পন্থের। ২০১৮ সালে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৩২ বলে ঋষভ শতরান করেছিলেন। এবার তা ভেঙে গেল। তবে বিশ্ব ক্রিকেটে সাহিল চৌহানের বিশ্বরেকর্ড রয়েছে। চলতি বছরে সাইপ্রাসের বিরুদ্ধে ২৭ বলে শতরান করেন। ইতিমধ্যেই আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে ভালো খেলার সুবাদে ভারতীয় দলে অভিষেক হয়েছে অভিষেক শর্মার। ইতিমধ্যেই তিনি ভারতের হয়ে একটি শতরান ও একটি অর্ধ শতরান করে ফেলেছেন। ১২টি আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের ব্যাট থেকে এসেছে ১৫৬ রান।