মোহনবাগান ক্লাবের নির্বাচনের দিন ঘোষণা না হলেও এখন থেকেই জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচন কমিটির সদস্যরা ইতিমধ্যে মিলিত হয়েছেন। খুব শীঘ্রই নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে। তাই মোহনবাগানের সদস্যরা তাঁদের কার্ড রিনিউ করে নিচ্ছেন। অর্থাৎ তাঁরা তাঁদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। ইতিমধ্যেই বর্তমান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রাক্তন সচিবেরগোষ্ঠী নির্বাচনের মুখোমুখি হতে চলেছে। ক্লাবের বর্তমান সচিব দেবাশিস দত্তের সামনে রয়েছে বেশ কিছু গঠনমূলক কাজের সাফল্য।
বিশেষ করে সমর্থকদের কাছে সব চেয়ে বড়ো পাওয়া আইএসএল ফুটবলে লিগ শিল্ড জয়। আর এখন অপেক্ষা আইএসএল কাপ জেতা। এবাদেও তাঁদের কাছে বড় বার্তা পৌঁছে গিয়েছে চলতি মরশুমে কলকাতা হকি লিগে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব তুলে নেওয়া মোহনবাগানের। সব মিলিয়ে বলতে পারা যায় মোহনবাগানের ঘরে এখন শুধু সাফল্য আর সাফল্য। সেই কারণেই এই সাফল্যকে হাতিয়ার করে বর্তমান শাসকগোষ্ঠী নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিতে চাইছে। অপর পক্ষে প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু নির্বাচনে লড়াই করতে চান ক্লাবের আরও উন্নততর পরিবেশ তৈরি করার লক্ষ্যে।
এদিকে উত্তর কলকাতা, মোহনবাগান ক্লাবের আঁতুড়ঘর বলে পরিচিত লাহা কলোনির মাঠ। মোহনবাগানের দ্বিতীয় মাঠ বলতেই উত্তর কলকাতার গর্ব। আছে নাড়ির টান। এই মাঠেই মোহনবাগানের লীগ শিল্ড জয় এবং কলকাতা হকি প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন হওয়ায় একটি সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাই মিলিত হলেন। এই অনুষ্ঠানে মোহনবাগানের গৌরব ইতিহাসের কথা শোনা গেল সবার মুখে। উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, সচিব দেবাশিস দত্ত, সহ সভাপতি কুনাল ঘোষ, উপ-মহানাগরিক অতীন ঘোষ, মন্ত্রী প্রদীপ মজুমদার, পুর প্রতিনিধি মোহন গুপ্ত ,সুব্রত ব্যানার্জি, দেবিকা গুপ্ত , অয়ন চক্রবর্তী, ক্রীড়া সংগঠক গোপীনাথ ঘোষ। ফুটবল সচিব বাবুন ব্যানার্জি, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য ও অন্যরা। ছিলেন এবারের কলকাতা হকি প্রিমিয়ার লীগ জয়ী দলের সদস্যরা। অমর একাদশের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। সফল হকি খেলোয়াড়দের সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে সবার মধ্যে একটা আন্তরিকতা ও আবেগ খেলা করেছে। এই মঞ্চ থেকে সচিব দেবাশিস দত্ত বলেন, আগামী পয়লা বৈশাখে বার পুজোর অনুষ্ঠানে ৫০ বছরের বেশি থাকা ক্লাবের সদস্যদের সম্মানিত করার কথা ভাবছে শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাব।