শুরু হচ্ছে ভারতীয় ফুটবলের নতুন যুগ

দিল্লি: ভারতীয় ফুটবলে শুরু হতে চলেছে নতুন কোচ মানোলো মার্কেজের যুগ৷ আগামী সেপ্টেম্বর মাসে আন্তঃমহাদেশীয় ক্লাব খেলতে নামবে ভারতীয় দল৷ ভারত বাদে আরও দু’টি দেশের নাম ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে৷ দেশের মাটিতে হায়দরাবাদে এই খেলা শুরু হবে৷ ভারত বাদে অন্য দু’টি দেশ হল সিরিয়া ও মরিশাস৷ আন্তঃমহাদেশীয় কাপ এবারে চতুর্থবর্ষে পা দিচ্ছে৷ ২০১৮ সালে প্রথমবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ভারত৷ ২০২৩ সালে তৃতীয়বারেও সেরা হয়েছিল সুনীল ছেত্রীরা৷ কিন্ত্ত এবারে সুনীল ছেত্রী নেই৷

পাশাপাশি কোচও বদল হয়েছে৷ নতুন কোচ হয়েছেন ইগর স্টিম্যাকের জায়গায় মানোলো মার্কেজ৷ স্বাভাবিকভাবে নতুন হেডস্যারের সামনে বড় চ্যলেঞ্জ থাকবে৷ অর্থাৎ কঠিন পরীক্ষার সামনে কোচকে মুখোমুখি হতে হবে সিরিয়া ও মরিশাসের মতো দলের বিরুদ্ধে৷ এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে সিরিয়া অবস্থান করছে ৯৩ নম্বরে৷ সেখানে মরিশাস অনেকটাই পিছিয়ে রয়েছে৷ এমনকি ভারতের থেকেও৷ মরিশাসের স্থান হয়েছে ১৭৯ নম্বরে৷ আর ভারতের জায়গা রয়েছে ১২৪ নম্বরে৷ নতুন অভিযানে ভারতকে অবশ্যই সতর্ক থাকতে হবে৷

আন্তঃমহাদেশীয় কাপের খেলা শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর থেকে৷ এবং চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত৷ এখানে বলা যেতে পারে, ভারতীয় দল এখনও খেলোয়াড়দের বাছাই করা হয়নি৷ যত তাড়াতাড়ি সম্ভব দল বাছাই শেষে খেলোয়াড়রা অনুশীলনে নেমে পড়বেন মাঠে৷ কোচও অল্প কিছুদিনের মধ্যেই ভারতে আসছেন৷ তারপরেই সিদ্ধান্ত হবে, কবে থেকে এই অনুশীলন শিবির শুরু হবে৷ খুব সম্ভবত ওড়িশাল ভুবনেশ্বরে এই শিবির শুরু হবে৷