• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

মোহনবাগান দিবসে বিশাল শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি: মোহনবাগান দিবস আগামী ২৯ জুলাই৷ আর হাতে মাত্র কয়েকটা দিন৷ বুধবার থেকেই মোহনবাগান তাঁবুতে সাজো সাজো রব শুরু হয়ে গিয়েছে৷ সবুজ-মেরুন আলোয় ঝলমল করে উঠেছে ক্লাব চত্বর৷ ১৯১১ সালে শিল্ডজয়ী খেলোয়াড়দের মূর্তি ক্লাব লনে পরিষ্কারপরিচ্ছন্ন করা হয়েছে৷ সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, শতবর্ষে শিল্ডজয়ী মোহনবাগান ওইদিনটি যেভাবে পালন করেছিল, ঠিক সেইভাবেই এবারে মোহনবাগান দিবস পালন

নিজস্ব প্রতিনিধি: মোহনবাগান দিবস আগামী ২৯ জুলাই৷ আর হাতে মাত্র কয়েকটা দিন৷ বুধবার থেকেই মোহনবাগান তাঁবুতে সাজো সাজো রব শুরু হয়ে গিয়েছে৷ সবুজ-মেরুন আলোয় ঝলমল করে উঠেছে ক্লাব চত্বর৷ ১৯১১ সালে শিল্ডজয়ী খেলোয়াড়দের মূর্তি ক্লাব লনে পরিষ্কারপরিচ্ছন্ন করা হয়েছে৷ সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, শতবর্ষে শিল্ডজয়ী মোহনবাগান ওইদিনটি যেভাবে পালন করেছিল, ঠিক সেইভাবেই এবারে মোহনবাগান দিবস পালন করা হবে৷ উত্তর কলকাতার মোহনবাগান লেন থেকে বিশাল শোভাযাত্রা বের হবে আর ওই শোভাযাত্রা ক্লাব তাঁবুতে এসে শেষ হবে৷ ওই শোভাযাত্রায় প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা থাকবেন৷ মোহনবাগান লেনে বিশেষ অনুষ্ঠানে মশাল জ্বালানো হবে৷ সেই মশাল এসে পৌঁছবে মোহনবাগান তাঁবুতে৷ শোভাযাত্রায় থাকবে বিভিন্ন রকমের ট্যাবলো৷ পাশাপাশি, বর্তমান ও প্রাক্তন ফুটবলাররা যেমন অংশ নেবেন, তেমনই ওই শোভাযাত্রায় ক্রিকেটার, অ্যাথলিট, হকি খেলোয়াড় ও কর্মকর্তারাও হাঁটবেন৷ তাই এবারের মোহনবাগান দিবসের অনুষ্ঠান বৈচিত্র্যময় হবে বলে জানা গিয়েছে৷