কার্লসেনকে হারাল বাংলাদেশের ৯ বছরের দাবাড়ু

ফাইল চিত্র

দাবার বোর্ডে বিস্ময়। বাংলাদেশের ৯ বছর বয়সি দাবাড়ু রায়ান রশিদ অঘটন ঘটিয়ে ফেলল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন তথা বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে।

কিশোর রমেশবাবু প্রজ্ঞানন্দের কাছে তিন বার হেরেছেন ম্যাগনাস কার্লসেন। ভারতের প্রজ্ঞানন্দ ১৬ বছর বয়সে প্রথম বার হারিয়েছিলেন কার্লসেনকে। তার থেকেও অবাক করা কাণ্ড ঘটাল বাংলাদেশের ৯ বছর বয়সি ছেলে রায়ান রশিদ।

চেস ডট কম আয়োজিত একটি অনলাইন প্রতিযোগিতায় কার্লসেনকে হারিয়েছে সে। ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির এই ছাত্রের নিজস্ব অ্যাকাউন্টও নেই। ফলে কোচ নঈম হকের অ্যাকাউন্ট থেকে খেলছিল সে। ‘বুলেট’ ফরম্যাটে খেলা হয় এই প্রতিযোগিতায়। অর্থাৎ, মাত্র এক মিনিট সময় পান প্রতিযোগীরা। রায়ান রশিদের কাছে হেরে কার্লসেনের রেটিং ১৬ পয়েন্ট কমেছে। রায়ান রশিদ যে কার্লসেনকে হারিয়েছে সেটা প্রথমে বিশ্বাস করতে পারেননি কোচ। কিন্তু পরে খেলার স্ক্রিনশট দেখে বিষয়টি বোঝেন তিনি। রায়ান রশিদ এখন বাংলাদেশে অনূর্ধ্ব-১০ জুনিয়র চ্যাম্পিয়ন। গত বছর ডিসেম্বর মাসে এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে।